Ban on Iftar in Mosques: মসজিদে ইফতার পার্টি নিষিদ্ধ করল সৌদি আরব

রিয়াধ: রমজান মাসের সন্ধেয় ইফতার (Iftar)। সারাদিন না খেয়ে বিকেলের নমাজের পর আহার। ইসলামের চেনা ছবি। এতেই কিঞ্চিত বদল আনছে সৌদি আরবের সরকার। ওই দেশের…

Saudi Arabia Imposes Ban on Iftar in Mosques During Ramadan

short-samachar

রিয়াধ: রমজান মাসের সন্ধেয় ইফতার (Iftar)। সারাদিন না খেয়ে বিকেলের নমাজের পর আহার। ইসলামের চেনা ছবি। এতেই কিঞ্চিত বদল আনছে সৌদি আরবের সরকার। ওই দেশের কোনও মসজিদে ইফতার পার্টি করা যাবে না।

   

সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছেন সৌদির যুবরাজ মহম্মদ বিব সলমন। শুধু তাই নয়, দেশজুড়ে সব ইমাম-মোয়াজ্জেমদেরও রমজান মাসে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে রমজান মাসে ইফতার পার্টির নামে কোনও চাঁদা তোলা যাবে না‌।

সৌদি আরবের ইসলাম সম্পর্কিত মন্ত্রকের পক্ষ থেকেও এ বিষয়ে মসজিদগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, মসজিদে নমাজের টেলিকাস্ট করা যাবে না। সেটা সংবাদমাধ্যম হোক কিংবা সোশাল মিডিয়া। ছবি তোলা নিষিদ্ধ। মসজিদে নমাজের কোনও ছবিও রেকর্ড করা যাবে না।