পাকিস্তানে ভারী বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু

মার্চ আসা মানেই বছরের গরম মাসের সূচনা। তবে এবার আবহাওয়ায় ঘটেছে বদল। গরমের বদলে ভারী বৃষ্টি দেখা গিয়েছে। এমন পাল্টে যাওয়া আবহাওয়া দেখা গিয়েছে পাকিস্তানে।…

Pakistan rain kills 37

short-samachar

মার্চ আসা মানেই বছরের গরম মাসের সূচনা। তবে এবার আবহাওয়ায় ঘটেছে বদল। গরমের বদলে ভারী বৃষ্টি দেখা গিয়েছে। এমন পাল্টে যাওয়া আবহাওয়া দেখা গিয়েছে পাকিস্তানে। জানা গিয়েছে গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানে প্রবল বৃষ্টিতে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রচুর বাড়ি-ঘর ধসে পড়েছে।

   

ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে দুর্যোগের মতো মেঘ বর্ষণ করেছে। অবিরাম বৃষ্টির কারণে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসের কারণে অনেক বাড়ি ধসে পড়েছে এবং রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। বৃষ্টি মানুষের জন্য দুর্যোগে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তাঘাট জলমগ্ন।

পাকিস্তানে গত ২ দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণে অনেক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে বৃষ্টি সংক্রান্ত ঘটনায় অন্তত ২৭ জন মারা গেছে, যাদের বেশিরভাগই শিশু, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। পাকিস্তানের পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে লোকজনকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হচ্ছে।

বন্যার জলে প্লাবিত হয়ে অন্তত পাঁচজন মারা গেছেন। কর্তৃপক্ষ আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে নৌকা ব্যবহার করতে বাধ্য হয়েছে। বাজাউর, সোয়াত, লোয়ার দির, মালাকান্দ, খাইবার, পেশোয়ার, উত্তর, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং লাক্কি মারওয়াত সহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের দশটি জেলায় ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিতে ৩৭ জন আহত হয়েছেন। অনেক রাস্তা খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এনডিএমএ যাত্রীদের পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করতে বলেছে। এছাড়া ত্রাণ ও উদ্ধার কাজও চলছে।