Bangladesh: ভোটের দিন হরতাল বিরোধীদের, রক্তাক্ত হচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচন হবে ৭ জানুয়ারি। কোনওভাবেই ভোট প্রক্রিয়া নির্দলীয় সরকারের অধীনে না করতে পেরে এবার বিরোধীরা ভোটের দিন হরতাল ডাকল। পরিস্থিতি মোকাবিলায় পথে…

Bangladesh

short-samachar

বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচন হবে ৭ জানুয়ারি। কোনওভাবেই ভোট প্রক্রিয়া নির্দলীয় সরকারের অধীনে না করতে পেরে এবার বিরোধীরা ভোটের দিন হরতাল ডাকল। পরিস্থিতি মোকাবিলায় পথে সেনা। তবে ইতিমধ্যেই অগ্নিগর্ভ রক্তাক্ত পরিস্থিতি বাংলাদেশে।

   

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। দলটি মূল বিরোধী শক্তি হলেও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ভোট বয়কট করেছে। অন্যান্য বিরোধীরারাও একই অবস্থানে।

বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী হরতাল কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘৬ জানুয়ারি শনিবার সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতাল। অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং সব কারাবন্দিদের মুক্তি দাবিতে এ কর্মসূচি পালন হবে।’

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে সরকারপক্ষ আওয়ামী লীগ বনাম দলটির বিক্ষুব্ধ নির্দল (স্বতন্ত্র) প্রার্থীদের মধ্যে সিংহভাগ আসনের লড়াই। এতে বহু আসনে প্রবল চাপের মুখে আওয়ামী লীগ। তবে দলটি সূত্রে খবর, যে বিক্ষুব্ধরা জয়ী হবেন তারা আওয়ামী লীগেই ফের সামিল হবেন নিশ্চিত।

বাংলাদেশের সংসদে বিরোধী দল হিসেবে স্বীকৃত জাতীয় পার্টি (জাপা) ও সরকারে থাকা দল আওয়ামী লীগের মধ্যে অনেক আসন সমঝোতা হয়েছে। আর এই ভোটকে বানরের পিঠা ভাগ বলে কটাক্ষ করে মূল শক্তিশালী বিরোধীপক্ষ বিএনপি ভোটে অংশ নেয়নি।