Bangladesh: বাংলা বর্ষবরণের আগে ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সকাল হলেই মঙ্গল শোভাযাত্রায় বাংলা ১৪৩০ বরণের জন্য প্রস্তুত (Bangladesh) বাংলাদেশ। বর্ষবরণের (Bengali new year) ঠিক আগের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Dhaka) ঢাকায়। রাজধানী শহরের নবাবপুরে…

short-samachar

সকাল হলেই মঙ্গল শোভাযাত্রায় বাংলা ১৪৩০ বরণের জন্য প্রস্তুত (Bangladesh) বাংলাদেশ। বর্ষবরণের (Bengali new year) ঠিক আগের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Dhaka) ঢাকায়। রাজধানী শহরের নবাবপুরে এই আগুন ফের প্রশ্ন তুলে দিল, ঘন ঘন এত অগ্নিকাণ্ড কেন? সম্প্রতি একের পর এক অগ্নিকাণ্ড হয়েছে ঢাকায়। এবারও সেই আগুনের লেলিহান ভয়াবহ দৃশ্য।

   

ঢাকার নবাবপুর ছরিটলা মার্কেটের পাশে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে,  বৃহস্পতিবার  রাত ১০টার পর  নবাবপুরে একটি টিন সেট গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ আগুন লাগার বিষয়টি জানান।  প্রাথমিকভাবে আগুনে লাগার কারণ ও ক্ষয়ক্ষরিত পরিমাণ  জানা যায়নি।