TMC: তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে বিপুল টাকা বাজেয়াপ্ত

রাজ্যে ফের টাকার পাহাড়। ফের বেআইনি টাকার হদিস। এ বার টাকা মিলেছে মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল (TMC) বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে। আয়কর তল্লাশি চলছে সকাল…

byron biswas

short-samachar

রাজ্যে ফের টাকার পাহাড়। ফের বেআইনি টাকার হদিস। এ বার টাকা মিলেছে মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল (TMC) বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে। আয়কর তল্লাশি চলছে সকাল থেকে।

   

বাইরন বিশ্বাস সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেস ও বাম জোটের হয়ে জিতেছিলেন। জনের পর তিনি তৃণমূল যোগ দেন। বর্তমানে তিনি তৃণমূল বিধায়ক। ফলে তার বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বান্ডিল বান্ডিল টাকার হদিস মেলায় কংগ্রেস ও সিপিআইএম বল ঠেলছে তৃণমূলের দিকে। জেলা তৃণমূল নীরব। আয়কর অভিযান রাতভর চলবে বলেই জানা গেছে। কমপক্ষে ষাট লাখ টাকা মিলেছে। এর সাথে বিপুল পরিমাণ জমির দলিলও রয়েছে।

রাতেই তীব্র উত্তেজনা সাগরদিঘিতে। বাইরন তৃণমূলে যোগদানের পর থেকে এলাকায় যেমন ক্ষোভ ছড়িয়েছিল এবার তার বাড়িতে টাকার পাহাড় পাওয়ার খবরে ফের সরগরম সারাদিঘি। বাইরনের সাথে তৃণমূলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা।