অপহরণের খেলায় শাসক দল, বিস্ফোরক বিজেপি

পঞ্চায়েত দখল করার চেষ্টায় পঞ্চায়েতের এক সদস্যকে অপহরণ করেছে শাসক দল। বিজেপির এমন চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল গোটা জয়নগর।     জয়নগর থানার গোড়েরহাট এলাকার ঘটনা। অপহৃত…

short-samachar

পঞ্চায়েত দখল করার চেষ্টায় পঞ্চায়েতের এক সদস্যকে অপহরণ করেছে শাসক দল। বিজেপির এমন চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল গোটা জয়নগর।

   

জয়নগর থানার গোড়েরহাট এলাকার ঘটনা। অপহৃত পঞ্চায়েত সদস্য বামদেব মন্ডল বকুলতলা থানার দাঁড়া গ্রামের বাসিন্দা। এক আত্মীয়ের শেষকৃত্যে গোড়েরহাট এলাকায় যান তিনি। কিন্তু রাস্তায় তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। থানায় অভিযোগ জানিয়েছেন অপহৃতের স্ত্রী কবিতা মন্ডল।

পঞ্চায়েত দখলের জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে। ২০১৩ থেকেই মায়াহাউরি পুরসভা বিজেপির দখলে। এই পুরসভায় কর্তৃত্ব স্থাপন করতেই বামদেবকে অপহরণ করেছে তৃণমূল।

এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল। তাদের পাল্টা দাবি, বিজেপির অন্দরে অনেক গোলযোগ আছে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই অপহরণ করা হয়েছে। কিন্তু ওদের স্বভাব অন্যের ঘাড়ে দোষ চাপানো। বিজেপির সকল অভিযোগ মিথ্যা।