Shootout at Pandua: জিটি রোডের উপর গুলি করে খুন

জিটি রোডের (GT Road) উপর পাণ্ডুয়ায় (Shootout at Pandua) গুলি করে খুন করা হয়েছে এক ব্যক্তিকে। বর্ধমানের (Burdwan) দিক থেকে আসা একটি গাড়ি করে এসে হামলা চালানো হয়।

Breaking News_Shootout

short-samachar

জিটি রোডের (GT Road) উপর পাণ্ডুয়ায় (Shootout at Pandua) গুলি করে খুন করা হয়েছে এক ব্যক্তিকে। বর্ধমানের (Burdwan) দিক থেকে আসা একটি গাড়ি করে এসে হামলা চালানো হয়। পূর্ব বর্ধমান ও হুগলি জেলার চেক পোস্টের কাছেই এই হামলা হয়। পরে নাকা চেকিংয়ে একজন ধৃত। বাকিরা পলাতক। তদন্তে নেমেছে পুলিশ।

   

জিটি রোডের উপর গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য। পাণ্ডুয়ার বোরাগাড়ি এলাকায় জিটি রোডের উপরে খুনের ঘটনার পিছনে কারণ কী? সূত্র খুঁজছে পুলিশ। ধৃতকে জেরা করে বাকিদের খোঁজে চলছে।

যেহেতু পেট্রোল পাম্পের কাছে গুলি করা হয়, তাই সূত্রের খোঁজে ওই পেট্রোল পাম্পের সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির নাম উদয়ন বিশ্বাস। তাকে কি অপহরণ করা হয়েছিল নাকি কিনি ওই গাড়ির আরোহীদের পূর্ব পরিচিত এই প্রশ্ন উঠছে।

যেহেতু গাড়িটি বর্ধমানের দিক থেকে এসেছিল তাই সেদিকের টোল প্লাজার সিসিটিভি দেখা হচ্ছে। এই ঘটনার পর আইন শৃঙ্খলার অবনতি নিয়ে শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ।