Junior Doctors Meeting: আজও হচ্ছে না বৈঠক, বেরিয়ে গেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী!

আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর হচ্ছে না বৈঠক (Junior Doctors Meeting)। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর যে বৈঠক হবার কথা ছিল, তা আজও হল না।…

junior doctors meeting with mamata banerjee

short-samachar

আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর হচ্ছে না বৈঠক (Junior Doctors Meeting)। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর যে বৈঠক হবার কথা ছিল, তা আজও হল না। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সবাই বেরিয়ে গেলেন।

   

আলোচনা শুরুর নির্দিষ্ট সময় পার হবার কয়েকঘন্টা ধরেও অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিটিং শুরু হবার কথা ছিল ৭টা বেজে ১০ মিনিটে। তারপরেও তিনি অপেক্ষায় ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

বৈঠকের ভিডিও রেকর্ডিং হবে, বললেন মুখ্যমন্ত্রী!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাইরে বেরিয়ে এসে হাতজোড় করে আলোচনায় বসার জন্য অনুরোধ করেন। কিন্তু তাতেও বরফ গলেনি। আন্দোলনকারীরা তখনও লাইভ স্ট্রিমিং ছাড়া আলোচনার জন্য সর্বৈব সম্মতি দেননি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য বেরিয়ে এসে জানান যে আজ অনেক দেরি হয়ে গেছে। আজ আর বৈঠক সম্ভব নয়।

পাঁচদফা দাবিতে অনড় থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা

স্বসাথ্যভবন সাফাই অভিযানের পরেও নবান্নে যে বৈঠক হবার কথা ছিল, সেখানেও কোনওরকম বৈঠক হয়নি। কারণ এই লাইভ স্ট্রিমিং। আজ সকালে হঠাৎই ধর্নামঞ্চে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েও তিনি ডাক্তারদের ন্যায়বিচারের আশ্বাস দিয়ে কর্মবিরতি তুলে নেবার জন্য অনুরোধ জানান। তারই উত্তরে আজ দুই পক্ষের মুখোমুখি বৈঠকে বসার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাও হল না।