মথুরাপুরে বোমা ফেটে জখম দুষ্কৃতি কোন দলের? শাসক-বিরোধী দোষারোপ

পঞ্চায়েত ভোটের (panchayat election) আগেই নজরে আসছে একাধিক বোমা কারখানায় বিস্ফোরণ। এবার ফের দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের দহকন্দা গ্রামে বোমা বাঁধতে গিয়ে জখম দুষ্কৃতী। ইতিমধ্যেই…

Crude Bombs

short-samachar

পঞ্চায়েত ভোটের (panchayat election) আগেই নজরে আসছে একাধিক বোমা কারখানায় বিস্ফোরণ। এবার ফের দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের দহকন্দা গ্রামে বোমা বাঁধতে গিয়ে জখম দুষ্কৃতী। ইতিমধ্যেই আহতের পরিচয় নিয়ে শুরু হয়েছে বিভিন্ন মহলে রাজনৈতিক তরজা।

   

তৃণমূলের দিকে নিশানা করে সিপিআইএমের দাবি, বোমা বাঁধতে গিয়ে জখম হওয়া আরিফ হোসেন নামের ওই দুষ্কৃতী তৃণমূলের ঘনিষ্ঠ। সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অভিযোগ, আহত দুষ্কৃতী আইএসএফ সমর্থক। ওই ব্যক্তির সঙ্গে তৃণমূলের কোনো যোগসূত্র নেই।আইএসএফের দাবিআরিফ হোসেনের কোনো সম্পর্ক নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বাড়ির পাশেই বোমা বাঁধছিল আরিফ। এরপর হঠাৎই বোমা বিস্ফোরণ হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত ব্যক্তি বোমা বাঁধার কথা স্বীকার করে। বর্তমানে আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বেশ কয়েক মাস আগেই মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হন ১১ জন, বেশ কয়েকজন জখম হয়েছেন বলেও খবর। তার পরেও একের পর এক বোমা, বাজি বিস্ফোরণে রীতিমত শিহরিত গোটা রাজ্যবাসী। এবার ফের বোমা বিস্ফোরণে এক ব্যক্তি আহত হওয়ার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।