Malda: বড়দিনের ভিড়ে চাঁচলে চলল গুলি, ডাকাতদের ছবি দেখে তদন্তে পুলিশ

বড়দিনের জমজমাট ভীড়ে মালদার (malda) চাঁচলে নিশ্চিন্তে ডাকাতি করে চলে গেল কয়েকজন। যাওয়ার সময় তারা গুলি চালাল। এই ঘটনার সিসিটিভি ফুটেজ স্পষ্ট ডাকাতদের ছবি ধরা…

short-samachar

বড়দিনের জমজমাট ভীড়ে মালদার (malda) চাঁচলে নিশ্চিন্তে ডাকাতি করে চলে গেল কয়েকজন। যাওয়ার সময় তারা গুলি চালাল। এই ঘটনার সিসিটিভি ফুটেজ স্পষ্ট ডাকাতদের ছবি ধরা পড়েছে। সেই ছবি নিয়ে তদন্ত চালাচ্ছে চাঁচল থানার পুলিশ।

   

বড়দিনের সন্ধ্যায় উৎসবের মেজাজে সকলে কার্নিভাল দেখতে পথে নেমেছিল। চাঁচল বাজারের এক সোনার দোকানে চুরির ঘটনায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়েছে।কয়েকজন জানিয়েছে বাইকে করে পাঁচজন হানা দেয়।

জানা গিয়েছে, ডাকাতি করতে আসা প্রত্যেকের মাথায় ছিল হেলমেট হাতে ছিল বন্দুক। সোনার দোকানে যত গয়না ছিল সবটাই খোয়া গিয়েছে। ডাকাতি করে ফেরার সময় শূন্যে গুলি চালায় ডাকাতেরা। ফলে ভয়ে সামনে আসতে পারেনি এলাকাবাসী।

পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শী জানিয়েছে, ” আমরা দেখলাম তিনজন মিলে দোকানের মধ্যে ঢুকলো, দোকানের যত গয়না ছিল সব নিয়ে বাইরে বেরিয়ে ওরা শূন্যে গুলি করে সামনে থেকে বেরিয়ে চলে গেল। ওরা মোট পাঁচজন ছিল সঙ্গে দুটো বাইক ছিল”।