Coochbehar: রাজ্যপাল অসহায়! গীতালদহে ফের রক্তাক্ত পরিস্থিতি

রাজ্যপালের সফরের মধ্যে কোচবিহারে ফের গুলি চলল। সংঘর্ষে জখম একাধিক। আহতরা ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে। ফলে রাজ্যপাল যে শান্তি ফেরাতে ব্যবস্থা নিয়েছেন তা কার্যকরী নয়…

West Bengal Governor CV Anand Bose

short-samachar

রাজ্যপালের সফরের মধ্যে কোচবিহারে ফের গুলি চলল। সংঘর্ষে জখম একাধিক। আহতরা ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে। ফলে রাজ্যপাল যে শান্তি ফেরাতে ব্যবস্থা নিয়েছেন তা কার্যকরী নয় বলে অভিযোগ।

   

আবার উত্তপ্ত দিনহাটা। গীতালদহে আক্রান্ত একাধিক তৃণমূল কর্মী। অভিযোগ বিজেপি হামলা করেছে।কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত দিনহাটার গীতালদহ। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ৭ জন।

রাজনৈতিক সংঘর্ষে বারবার রক্তাক্ত হচ্ছে কোচবিহার। তবে প্রতিক্ষেত্রে তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষই হয়েছে। এবার কংগ্রেসের সাথে টিএমসির সংঘর্ষে রাজনৈতিক মহল সরগরম।