BJP: ‘১২ জন বিজেপি বিধায়ক দলত্যাগে তৈরি’, বিরোধী দলে বিরাট ভাঙনের ইঙ্গিত

বিরোধী দল হিসেবে বিধানসভায় কি সংখ্যালঘু হয়ে পড়বে বিজেপি (BJP)? এমনই প্রশ্ন ছড়াল রাজনৈতিক মহলে। কারণ, আলিপুরদুয়ারের বিধায়ক তৃণমূলে সামিল হওয়ার পর এবার আরও ১২ জন বিধায়ক দল ছাড়ছেন বলে ইঙ্গিত

BJP file picture

short-samachar

বিরোধী দল হিসেবে বিধানসভায় কি সংখ্যালঘু হয়ে পড়বে বিজেপি (BJP)? এমনই প্রশ্ন ছড়াল রাজনৈতিক মহলে। কারণ, আলিপুরদুয়ারের বিধায়ক তৃণমূলে সামিল হওয়ার পর এবার আরও ১২ জন বিধায়ক দল ছাড়ছেন বলে ইঙ্গিত দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী (North Bengal Development Minister) উদয়ন গুহ (Udayan Guha)।

   

আলিপুরদুয়ার বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর বিজেপি থেকে আর কারা তৃণমূলে যোগদান করবেন এই প্রশ্ন ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে। নীরব বিজেপি নেতারা। এরই মধ্যে ১২ জনের দলবদল নিয়ে সরব হলেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, একজন এসেছেন আর অন্তত ১২ জন অপেক্ষা করছেন। মন্ত্রীর মন্তব্যে ফের রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।

Udayan Guha

এর আগে তৃণমূলের তরফে দাবি করা হচ্ছিল এখনও ১৩ জন বিধায়ক দলবদলের জন্য অপেক্ষা করছেন। মঙ্গলবার সেই জল্পনা আরও জোরালো করেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর বক্তব্য কোচবিহার জেলার ৩ জন বিধায়ক পা বাড়িয়ে রেখেছেন দলবদলের জন্য। আগামী দিনে কোচবিহারে বিজেপির পতন হতে চলেছে বলেও দাবি করেন তিনি। এবার কি উত্তরবঙ্গে বিজেপি নিশ্চিহ্ন হতে চলেছে? উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর কথায় জল্পনা বেড়েছে।