বাড়িতে টাকার পাহাড় পেয়েছে CBI, বিধানসভায় মুখ শুকিয়ে গেল জাফিকুলের

সকাল থেকে টানা তল্লাশির পর ডোমকলের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাফিকুল ইসলামের ঘরে মিলল টাকার পাহাড়। এই সংবাদ বিধায়ক পেলেন বিধানসভায়। জানা যাচ্ছে তিনি গ্রেফতারির আশঙ্কা…

Jafikul islam

short-samachar

সকাল থেকে টানা তল্লাশির পর ডোমকলের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাফিকুল ইসলামের ঘরে মিলল টাকার পাহাড়। এই সংবাদ বিধায়ক পেলেন বিধানসভায়। জানা যাচ্ছে তিনি গ্রেফতারির আশঙ্কা করেছেন। বিধানসভার অধিবেশন চলছে। তাই কলকাতাতেই আছেন জাফিকুল ইসলাম। এর মাঝে মুর্শিদাবাদে তাঁর ডোমকলের বাড়িতে ঢোকে সিবিআই।

   

নিয়োগ দুর্নীতির তদন্তে বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই অভিযানে মুর্শিদাবাদ জেলা তৃ়ণমুল নেতারা আতঙ্কিত। এর আগে জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়। তার সাথে সংযোগ সূত্র মিলেছে বিপুল সম্পত্তির মালিক ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের।

জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি চালাতে গিয়ে বিধায়কের বাড়ি থেকে ২৪ লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআই কর্তারা। আর সেই টাকা গুনতেই পার্শ্ববর্তী ব্যাংক থেকে আনা হয় মেশিন। যদিও এই বিষয়ে বিধায়ক দাবি করেছেন, তিনি সম্প্রতি তার একটি জমি বিক্রি করেছেন। এই টাকা সেখান থেকেই এসেছে। ২০১৭ সালে ডোমকল পৌরসভায় তৃণমূলের টিকিটে লড়েন জাফিকুল। এরপর ২০১৯ সালে তৃণমূলেরই চেয়ারম্যান সৌমিক হোসেনের জায়গা নেন তিনি। তবে এখন তিনি প্রাক্তন।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, জাফিকুলের নামে বেশ কয়েকটি কলেজ রয়েছে। বিএড , ডিএড, ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসিস্ট কলেজ। যে সিবিআই তল্লাশি চালায়, তখন বিধায়ক কলকাতায় ছিলেন। ডোমকল থানার আইসি সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে, জাফিকূল ইসলামের টিচার্স ট্রেনিং কলেজের অ্যাকাডেমিক বিল্ডিংয়েও তল্লাশি চালান আধিকারিকরা।