Breaking News: এগরার পর বজবজে বাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত তিন

এগরার পর এবার বজবজ (Budge Budge), ফের বেআইনি বাজি কারখানায় আগুন। বেআইনি বাজি কারখানার গোডাউনে বিধ্বংসী আগুন। বজবজের নন্দরামপুর দাসপাড়ায় বেআইনি বাজি কারখানায় আগুন। বিস্ফোরণের…

Budge-Budge1

short-samachar

এগরার পর এবার বজবজ (Budge Budge), ফের বেআইনি বাজি কারখানায় আগুন। বেআইনি বাজি কারখানার গোডাউনে বিধ্বংসী আগুন। বজবজের নন্দরামপুর দাসপাড়ায় বেআইনি বাজি কারখানায় আগুন। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা, দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছেছে। অভিযোগ, বাড়ির মধ্যে বসেই বাজি বানানো হয়।  ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর,  একজনের অবস্থা আশঙ্কাজনক।

   

Budge Budge

জানা গেছে, এদিন হঠাৎ বিকট শব্দে ভয় পেয়ে যান এলাকাবাসীরা।মা ও নাবালিকা মেয়ে ছাড়াও একজন আহত। কী থেকে ঘটনার সূত্রপাত এখনই বলতে পারছেন না দমকল কর্মীরা। সেখানে ফরেনসিক টিম এসে তদন্ত করবে বলে জানা যাচ্ছে সূত্র অনুযায়ী।

বাড়ির মধ্যেই বাজি বানানোর অভিযোগ উঠছে। বিষ্ফোরণে টিনের চাল ভেঙে যায়। আর তাই বেরোতে পারেনি কেউই। তিনজনের মধ্যে যাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাকেও মৃত বলে মনে করা হচ্ছে।