Birbhum: প্রবল গোষ্ঠিবাজির চাপে তৃ়ণমূল পুর চেয়ারম্যানের পদত্যাগ

তৃণমূল কাউন্সিলরদের মধ্যে গোষ্ঠী কোন্দলের জেরে পদত্যাগ করলেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান প্রণব কর। অনাস্থা এড়াতে পদত্যাগ চেয়ারম্যানের। SDOএর কাছে পদত্যাগ জমা দেন তিনি। গোষ্ঠী কোন্দলের…

tmc

short-samachar

তৃণমূল কাউন্সিলরদের মধ্যে গোষ্ঠী কোন্দলের জেরে পদত্যাগ করলেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান প্রণব কর। অনাস্থা এড়াতে পদত্যাগ চেয়ারম্যানের। SDOএর কাছে পদত্যাগ জমা দেন তিনি। গোষ্ঠী কোন্দলের জেরেই পদত্যাগ তার।

   

পদত্যাগী চেয়ারম্যান প্রণব কর জানাচ্ছেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। SDO এই ঘটনায় জানাচ্ছেন, একটা কাগজ জমা দিয়েছে, দেখেছি‌। কী লিখেছেন জানিনা। তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি এই বিষয়ে বলছেন, দীর্ঘ দিন দলের সাথে যুক্ত ছিলেন তিনি। ভালো কাজ করেছেন। দল না ছাড়তে বলেছেন। পরবর্তীতে দলের সাথে যুক্ত থাকলে আরও কোনো পোস্টে দেখা যাবে তাকে।

গত পুরভোটে বীরভূম জেলার সবকটি পুরসভা তৃণমূল দখল করে। ভোটের নিরিখে বামফ্রন্ট হয় দ্বিতীয়। বিধানসভায় বিরোধী দল হলেও বিজেপি নামে তৃতীয় স্থানে। সিউড়িতে তৃণমূল পুর চেয়ারম্যান পদত্যাগের ঘটনায় শোরগোল পড়েছে। পুরসভা ও পঞ্চায়েত ভোটের পর জেলায় বেড়েছে শাসকদলের গোষ্ঠিবাজি। খোদ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার তদন্তে তিহার জেলে বন্দি।