Abhishek Banerjee: ইডি জেরায় যাবেন না অভিষেক

যখন ডাকবেন তখনই আমাকে যেতে হবে, তা নয়। এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেল তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান, শুক্রবা ইডি জেরায়…

Abhishek Banerjee

short-samachar

যখন ডাকবেন তখনই আমাকে যেতে হবে, তা নয়। এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেল তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান, শুক্রবা ইডি জেরায় হাজিরা দেওয়ার সম্ভাবনা নেই।

   

নিয়োগ দুর্নীতির মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তিনি বলেছেন, পঞ্চায়েত ভোটের আগে ইডির দফতরে গিয়ে ১০-১২ ঘণ্টা অপচয় করার মতো সময় আমার হাতে নেই। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। তার পর আপনারা যখন ডাকবেন, তখনই যাব। শুক্রবার কয়লা কেলেঙ্কারির মামলায় ইডি জেরা করেছে অভিষেকের স্ত্রী রুজিরাকে। তার পরেই অভিষেককে জেরা করার নোটিশ দেয় ইডি।