Siliguri: নেতাজীর মূর্তিতে ভাঙা সানগ্লাস, শিলিগুড়ি জুড়ে ক্ষোভ

সদ্য শেষ হয়ে নেতাজীর জন্মজয়ন্তী। সর্বত্র পালিত হয়েছে অনুষ্ঠান। শিলিগুড়ির (Siliguri) বিখ্যাত সুভাষমূর্তিতেও মালায় ভরে গেছিল। এর পরেই বিপত্তি। সাধারণতন্ত্র দিবসের ঠিক আগেই মঙ্গলবার সকালে…

Siliguri

short-samachar

সদ্য শেষ হয়ে নেতাজীর জন্মজয়ন্তী। সর্বত্র পালিত হয়েছে অনুষ্ঠান। শিলিগুড়ির (Siliguri) বিখ্যাত সুভাষমূর্তিতেও মালায় ভরে গেছিল। এর পরেই বিপত্তি। সাধারণতন্ত্র দিবসের ঠিক আগেই মঙ্গলবার সকালে দেখা গেল চরম অবমাননাকর দৃশ্য। সুভাষচন্দ্র বসুর মূর্তিতে ভাঙা সানগ্লাস পরানো আছে।

   

এই ঘটনার জেরে শিলিগুড়ি সরগরম। কে এমন করল, এই নিয়ে তীব্র চর্চা। স্থানীয়রা জানান, লজ্জাজনক ঘটনা। স্থানীয়দের প্রশ্ন সুভাষ মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সেটা দেখলেই স্পষ্ট হবে। অনেকের অভিযোগ, এই সিসিটিভি কি চালু আছে?

সাধারণতন্ত্র দিবসের আগে সুভাষচন্দ্রকে অপমান করার ঘটনায় নিন্দার ঝড় শহর জুড়ে। শিলিগুড়ির সুভাষ মোড় শহরের গুরুত্বপূর্ণ এলাকা। কী করে কখন এমন সুভাষচন্দ্র মূর্তিকে বিকৃত করা হলো উঠছে সেই প্রশ্ন। অভিযোগ, পুর প্রশাসনের গাফিলতি দিনকে দিন বাড়ছে।