Bankura: আন্তর্জাতিক নারী দিবসে সমাজ ও ব্যক্তি জীবনে বিশেষ দৃষ্টান্ত স্থাপনকারী পাঁচ জন মহিলাকে সংবর্ধণা

বাঁকুড়াঃ ‘একজন স্বাবলম্বী নারীর হাত ধরে সমাজের অগ্রগতি সম্ভব’স্লোগানকে সামনে আন্তর্জাতিক নারী দিবসের সকালে তালডাংরা ব্লক এলাকার সমাজ ও ব্যক্তি জীবনে বিশেষ দৃষ্টান্ত স্থাপনকারী পাঁচ…

Women felicitated on Women's Day in Bankura

short-samachar

বাঁকুড়াঃ ‘একজন স্বাবলম্বী নারীর হাত ধরে সমাজের অগ্রগতি সম্ভব’স্লোগানকে সামনে আন্তর্জাতিক নারী দিবসের সকালে তালডাংরা ব্লক এলাকার সমাজ ও ব্যক্তি জীবনে বিশেষ দৃষ্টান্ত স্থাপনকারী পাঁচ জন মহিলাকে সংবর্ধণা জানালেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি। শুক্রবার হাড়মাসড়া মহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই পাঁচ জনকে উত্তরীয়, পূস্পস্তক, স্মারক ও উপহার তুলে দিয়ে সংবর্ধিত করেন আয়োজক শেখ বাপি সহ উপস্থিত অন্যান্যরা।

   

এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সমাজসেবী শেখ বাপি জানিয়েছেন, হাড়মাসড়া গার্লস হাই স্কুলের পার্শ্ব শিক্ষিকা আদুরী বারিক চ্যাটার্জী, স্বাস্থ্য কর্মী সরস্বতী পাত্র, ক্ষুদ্র ব্যবসায়ী উজ্জ্বলা ঘোষ, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা রোকিয়া বিবি ও আরশু হেমব্রম কে সমাজ জীবনে বিশেষ কৃতিত্বের জন্য আন্তর্জাতিক নারী দিবসে সংবর্ধনা জানানো হলো।