এবার ‘ টাইম গেম ‘ খেলা শুরু করেছেন East Bengal কর্তারা!

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবকে কেন্দ্র করে এখনও বহু প্রশ্ন। যার উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এই পরিস্থিতি ফুটবল মহলে গুঞ্জন, ‘ টাইম…

Debabrata Sarkar, East Bengal Club official, speaking to the media

short-samachar

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবকে কেন্দ্র করে এখনও বহু প্রশ্ন। যার উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এই পরিস্থিতি ফুটবল মহলে গুঞ্জন, ‘ টাইম গেম ‘ শুরু করেছেন লাল হলুদ কর্তারা।

   

ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে ইমামি গোষ্ঠীর কর্তাদের বেশ কিছু দিন আগে যোগাযোগ হয়েছে। এখনও চূড়ান্ত সই হয়নি দুই পক্ষের মধ্যে। ভারতের ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগের অন্যান্য ক্লাবগুলো দলবদলের বাজারে সক্রিয়। নিত্য মিলছে সই সংবাদ। সেখানে লাল হলুদ তাঁবুতে নিস্তব্ধতা।

বিগত কয়েক মরশুমে ক্লাব সমর্থকদের অভিজ্ঞতা যেমন ভালো নয়, তেমনই কর্তাদের অভিজ্ঞতাও আশানুরূপ ছিল না। এবার তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে ভেবে চিন্তে তবেই তাঁরা পা ফেলবেন বলে আগে জানা গিয়েছিল। দিন যতো এগিয়েছে ততই এই সম্ভাবনা সত্যতার সিলমোহর পেতে শুরু করেছে।

দিন কয়েক আগে ক্লাবের কয়েকজন প্রাক্তন ফুটবলার কর্তাদের চিঠি লিখেছিলেন। সেখানেও ওই একই কথা। তাড়াহুড়ো করে দল গঠন না করা ভালো। তাতে বিগত মরশুমগুলোর পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তার থেকে ভালো এবার ইন্ডিয়ান সুপার লিগ না খেলা।