কন্যার সঙ্গে খুনসুটির মুহুর্ত শেয়ার করতেই ভক্তদের ঢলে ভাইরাল পোস্ট

মঙ্গলবার, ইস্টবেঙ্গল এফসির ডিফেন্ডার ইভান গঞ্জালেস (Ivan Gonzales) নিজের মেয়েকে কাঁধে চাপিয়ে একটি ছবি পোস্ট করেন নিজের টুইটার হ্যান্ডেলে।ওই ছবি পোস্ট হতেই লাল হলুদ সমর্থকদের…

Ivan Gonzales

short-samachar

মঙ্গলবার, ইস্টবেঙ্গল এফসির ডিফেন্ডার ইভান গঞ্জালেস (Ivan Gonzales) নিজের মেয়েকে কাঁধে চাপিয়ে একটি ছবি পোস্ট করেন নিজের টুইটার হ্যান্ডেলে।ওই ছবি পোস্ট হতেই লাল হলুদ সমর্থকদের আবেগ আছড়ে পরে।যা এই মুহুর্তে সোশাল মিডিয়াতে ভাইরাল।

   

প্রসঙ্গত, ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ইস্টবেঙ্গল শিবির।প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর,সেকেন্ড হাফের তিন মিনিটের মধ্যে দু’গোল লজ্জায় মাথা নত লাল হলুদ ভক্তদের।তবে টিম বাউন্সব্যাক করতে মুখিয়ে রয়েছে এবং আগামী রবিবার ইস্পাত নগরীতে জামশেদপুর এফসির বিরুদ্ধে তিন পয়েন্টের অর্জনের লক্ষ্যে রেড এন্ড গোল্ড বিগ্রেড ঝাঁপাবে,এটাই স্বাভাবিক।

ইন্ডিয়ান সুপার লিগে(ISL) ইস্পাত নগরীর দলটির অবস্থা মোটেও ভালো নয়।৬ ম্যাচ খেলে চারটেতেই হেরেছে এইডি বুথরয়েডের ছেলেরা,জিতেছে এক ম্যাচ ড্র এক ম্যাচে।তুল্যমূল্য বিচারে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর দু’দলই লিগে অস্তিত্ব সংকটে ভুগছে।লাল হলুদ শিবির ৭ ম্যাচ খেলে মাত্র দু’ম্যাচে জয় পেয়েছে আর চার ম্যাচ হেরে লিগ টেবলে ৮ নম্বরে,ইশান পণ্ডিতরা এক ধাপ নিচে টেবলে। স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা যেখানে সেশনের তৃতীয় জয়ের লক্ষ্যে ঝাঁপাবে তেমনিই ঋতিক দাস,জয় থমাস,ক্রিনো, জার্মেইন প্রীত সিংরা ঘরের মাঠে তিন পয়েন্টকে পাখির চোখ করে মাঠে নামবে।ফলে পিটার হার্টলি, লালদিনপুইয়াদের বিরুদ্ধে কঠিন লড়াই’র মুখে পড়তে চলেছে সুহের,জর্ডন, অঙ্কিত, মহেশরা।