United Sports: আইলিগে টিকে থাকার লড়াইয়ে এবার অন্যতম ভরসা ইউনাইটেড স্পোর্টস

কিছু সময় আগেই হতাশার ছবি দেখা দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি ফুটবল দলের। আসলে প্রতিপক্ষ দল হিসেবে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর বিপক্ষে ২-২ গোলের ফলাফলে ম্যাচ ড্র করার…

United Sports

short-samachar

কিছু সময় আগেই হতাশার ছবি দেখা দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি ফুটবল দলের। আসলে প্রতিপক্ষ দল হিসেবে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর বিপক্ষে ২-২ গোলের ফলাফলে ম্যাচ ড্র করার দরুণ তৃতীয় ডিভিশন আইলিগের লড়াই থেকে কার্যত ছিটকে যেতে হয়েছে কিবু ভিকুনার ছেলেদের।

   

অন্যদিকে, প্রায় এক পরিস্থিতি দেখা দিয়েছে কলকাতা ময়দানের অন্যতম এক সক্রিয় ক্লাব ভবানীপুর এফসির। যা দেখে হতাশ সকলেই। তাহলে কি এবার আইলিগের মরশুমে বাংলা থেকে থাকতে দেখা যাবে না কোনো ফুটবল দলকে? এই প্রশ্নই উঠে আসতে শুরু করেছিল একাধিকবার। তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে আইলিগের প্রথম ডিভিশন দাপট ধরে রেখেছে ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব।

তারা এবার চ্যাম্পিয়ন হলেই পরবর্তী সময় থেকে খেলবে ইন্ডিয়ান সুপার লিগ। এখন সেদিকেই তাকিয়ে সকলে। অন্যদিকে, দ্বিতীয় ডিভিশন আইলিগে এবার খেলতে দেখা যাবে নবাব ভট্টাচার্যের ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। কিন্তু লড়াই যে এতটা সহজ হবে না সেকথা ভালো মতোই জানেন দলের কোচ। তবুও নিজেদের সীমিত শক্তি নিয়েও এবার আইলিগ জয় করে পরবর্তী ডিভিশনের জন্য এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে নবাব ভট্টাচার্যের ছেলেদের। তবে এক্ষেত্রে এখনো অনেক কাঠখড় পোড়াতে হবে তাদের।

তবে এবার যদি রেড রোডের প্রধান অর্থাৎ মহামেডান আইলিগ চ্যাম্পিয়ন হয় বাকি দল গুলিকে টেক্কা দিয়ে, তাহলে আগামী বছর থেকে আইএসএলে দুই প্রধানের সাথে পাল্লা দিয়ে খেলতে দেখা যাবে তাদের। কিন্তু ইউনাইটেড স্পোর্টস ক্লাব যদি নিজেদের দাপুটে পারফরম্যান্স দিতে ব্যর্থ থাকে তাহলে নতুন মরশুম থেকে আইলিগে দেখা যাবে ময়দানের কোনো ফুটবল দলকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা।