Kalinga Super Cup: ফের ৫ গোল, অভাবনীয় সুপার ডার্বি

শ্রীনিদি ডেকানের প্রথমার্ধের পারফরম্যান্স কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) হায়দরাবাদ এফসির টানা তৃতীয় পরাজয়ের জন্য যথেষ্ট ছিল।  শুক্রবার শ্রীনিদি এই প্রথম হায়দরাবাদ এফসিকে হারিয়ে…

Srinidhi Deccan

short-samachar

শ্রীনিদি ডেকানের প্রথমার্ধের পারফরম্যান্স কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) হায়দরাবাদ এফসির টানা তৃতীয় পরাজয়ের জন্য যথেষ্ট ছিল।  শুক্রবার শ্রীনিদি এই প্রথম হায়দরাবাদ এফসিকে হারিয়ে জিতল ডেকান ডার্বি।  ম্যাচের ফলাফল ৫-১।

   

শ্রীনিদি ডেকান খেলাটি হায়দরাবাদ এফসির নাগালের বাইরে রেখেছিল শুরু থেকে। ভাঙা দল নিয়ে টুর্নামেন্টে একটিও ম্যাচ জিততে পারল না নিজামের শহরের দল। সুপার থেকে নিশ্চিত হল তাদের বিদায়। অন্য দিকে দিন শেষে কিছুটা খুশি হবেন কার্লোস ভাজ পিন্টো।

প্রথম দুই গোল আসে কয়েক মিনিটের ব্যবধানে। ম্যাচের পঞ্চম মিনিটে কর্নার থেকে ইব্রাহিম সিসোকো হেড করে দূরের পোস্টে পাঠান বল। মার্কারকে পরাস্ত করে গোল করেন সহজে। মাঠের দ্বিতীয় কর্নার থেকে দ্বিতীয় অ্যাসিস্ট করেন শায়েস্তেহ। এবার তার আউট সুইঙ্গারটি নিখুঁতভাবে গোলে রূপান্তর করেছিলেন এলি সাবিয়া।

ওই দুই গোল যদি রক্ষণে দুর্বলতার কারণে হয়ে থাকে, তাহলে দশম মিনিটে তৃতীয় গোলটি ছিল ম্যাচের অন্যতম দর্শনীয় মুহূর্ত। সিসোকো বক্সের ভেতর লালরোমাউইয়ার সঙ্গে দুর্দান্ত সফট টাচ পাস খেলেন এবং এই মিডফিল্ডার গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে প্রথমবারের মতো শট নিতে ভুল করেননি। এরপর ইনজুরি থেকে ফেরার পর রিলওয়ান হাসানের ক্রসে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে হেড করে চতুর্থ গোলটি করেন কিন লুইস।

৮৩ মিনিটে দারুণ এক স্ট্রাইকে হায়দরাবাদের হয়ে ব্যবধান কমান মাকান চোথে। যদিও শ্রীনিদি ডেকানের পক্ষে খেলা শেষ হয় ৪-১ গোলে।