ইস্টবেঙ্গল-বসুন্ধরার মাঝে ‘কাঁটা’ হয়ে দেখা দিয়েছে Shree Cement

ইস্টবেঙ্গল এবং বসুন্ধরার মধ্যেকার আলোচনা আপাতত ইতিবাচক। তবে কাঁটা সেই শ্রী সিমেন্ট (Shree Cement)। এমনটাই দাবি করা হয়েছে বাংলাদেশের এক বহুল প্রচলিত সংবাদ মাধ্যমে।    …

short-samachar

ইস্টবেঙ্গল এবং বসুন্ধরার মধ্যেকার আলোচনা আপাতত ইতিবাচক। তবে কাঁটা সেই শ্রী সিমেন্ট (Shree Cement)। এমনটাই দাবি করা হয়েছে বাংলাদেশের এক বহুল প্রচলিত সংবাদ মাধ্যমে।

   

সংবাদ মাধ্যমের প্রতিবেদনটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রতিবেদনের ছবির সঙ্গে ক্যাপশনে লেখা , “বসুন্ধরা গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়ায় একমাত্র কাঁটা শ্রী সিমেন্ট।”

প্রতিবেদনে লেখা হয়েছে, শ্রী সিমেন্ট কর্ণধার হরিমোহন বাঙ্গুর একই লাল হলুদ ক্লাবের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিতে চাইছেন না। আরও এক বছর ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত থাকতে চাইছে শ্রী সিমেন্ট। যদিও ইস্টবেঙ্গল কর্তারা সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চাইছেন বলে মনে করা হচ্ছে । 

এর আগে জানা গিয়েছিল এপ্রিল মাসে ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের পথ চলা শেষ হতে পারে। ওই মাসেই স্পোর্টিং রাইট ফিরিয়ে দিতে পারে সিমেন্ট কোম্পানি। তবে রাইট প্রসঙ্গে ফুটবল মহলে ঘুরপাক খাচ্ছে নানান মতামত। কারও মতে শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের ক্লাবের বিচ্ছেদের পথ মসৃণ। কারও মতে কণ্টকিত।