মহামেডানের স্পোর্টিং’র গোলরক্ষক কোচ হলেন সন্দীপ নন্দী

কোভিড-১৯ ভাইরাস মুক্ত হয়ে ইতিমধ্যেই আই লিগের প্রস্তুতির জন্য মাঠে অনুশীলনে নেমে পড়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting)। শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন গোলকিপার কোচ…

Sandeep Nandi is the goalkeeping coach of Mohammedan Sporting

short-samachar

কোভিড-১৯ ভাইরাস মুক্ত হয়ে ইতিমধ্যেই আই লিগের প্রস্তুতির জন্য মাঠে অনুশীলনে নেমে পড়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting)। শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন গোলকিপার কোচ হিসেবে জয়েন করেছেন তিনকাঠির নীচে বহু যুদ্ধের পোড় খাওয়া সৈনিক প্রাক্তন গোলকিপার সন্দীপ নন্দী।

   

শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাব টুইট পোস্ট করে জানায়,”✅ চুক্তি সম্পন্ন ✅
মহামেডান SC ভারতীয় কিংবদন্তি গোলরক্ষক সন্দীপ নন্দীকে ২০২১-২২ মরসুমের জন্য তাদের নতুন গোলরক্ষক কোচ হিসাবে স্বাগত জানিয়েছে ⚫️⚪️
#জানজান মহম্মদ
# ট্রান্সফার অ্যালার্ট”
প্রসঙ্গত, মিহির সাওয়ান্ত এসসি ইস্টবেঙ্গল দলের কিপিং কোচ হিসেবে জয়েন করেছেন। তাই দেরি না করে সন্দীপ নন্দীর হাতেই দলের তিনকাঠি রক্ষার অনুশীলনের দায়িত্ব তুলে দেওয়া হল।

ইতিমধ্যেই ব্ল্যাক প্যাহ্নার্সরা জোরকদমে নিজেদের অনুশীলন শুরু করে দিয়েছে। বিধাননগর স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে চলছে অনুশীলন। হেডকোচ আন্দ্রে চেরনিসভের কড়া নজরদারিতে চলছে সাদা কালো শিবিরের প্র‍্যাকট্রিস সেশন। কোভিড-১৯ আতঙ্ক কাটিয়ে খোশমেজাজে চুটিয়ে অনুশীলন করছে মিশন আই -লিগকে পাখির চোখ করে মহামেডান স্পোর্টিং ক্লাব।