Rafael Nadal: অভিজ্ঞতায় ভর করে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে রাফা

অভিজ্ঞতায় ভর করে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে রাফায়েল নাদাল (Rafael Nadal)। বয়সে ১৫ বছরের ছোট প্রতিদ্বন্দ্বীকে হারালেন নাদাল।

Rafael Nadal win in Australian open

short-samachar

অভিজ্ঞতায় ভর করে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে রাফায়েল নাদাল (Rafael Nadal)। বয়সে ১৫ বছরের ছোট প্রতিদ্বন্দ্বীকে হারালেন নাদাল।

   

মরশুমের প্রথম গ্রান্ড স্লাম ওপেনের দ্বিতীয় রাউন্ডে রাফায়েল নাদাল। প্রতিদ্বন্দ্বী বয়সে ১৫ বছরের ছোট। ব্রিটেনের জ্যাক ড্রাপারকে নাদাল হারালেন ৭–৫, ২–৬, ৬–৪, ৬–১ গেমে। ৩ ঘণ্টা ৪১ মিনিট লড়েছেন নাদাল। শীর্ষ বাছাই নাদাল একটা সেট খোয়ালেনও। সহজাত শটেই বাজিমাত।

অভিজ্ঞতার জোরে প্রতিপক্ষ বাঁহাতি জ্যাক ড্রাপারকে হারালেন ২২ গ্রান্ড স্লামের মালিক নাদাল। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে। গোড়ালির চোটের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গলস এবং ডাবলস থেকে ছিটকে গেলেন নিক কির্ঘিয়স।

জয়ের পর নাদাল বলেন, ‘‌অস্ট্রেলিয়ান ওপেনে ফের ফিরতে পেরে দারুণ লাগল। ‌অন্যতম কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেললাম। বয়স অনেক কম। শক্তি রয়েছে। আশা করব ভবিষ্যতে অনেকদূর যাবে জ্যাক।’‌ অভিজ্ঞতায় ভর করে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে রাফায়েল নাদাল।