Mohun Bagan: ২ গোলে জিতল বাগান বাহিনী

গোটা স্কোয়াডকে তৈরি রাখছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট। প্রথম দলের ফুটবলারদের সামনে পরপর ম্যাচ রয়েছে। তুলনায় রিজার্ভ দলের ফুটবলারদের অফিসিয়াল ম্যাচ…

Mohun Bagan fan

short-samachar

গোটা স্কোয়াডকে তৈরি রাখছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট। প্রথম দলের ফুটবলারদের সামনে পরপর ম্যাচ রয়েছে। তুলনায় রিজার্ভ দলের ফুটবলারদের অফিসিয়াল ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম। এই পরিস্থিতিতে দলের জুনিয়র ছেলেদের চাঙ্গা রাখার জন্য ভালো পদক্ষেপ নিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট।

   

নিজেদের ঘরের মাঠে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছিল মোহন বাগান সুপার জায়ান্ট। ব্যারাকপুর এসসির বিরুদ্ধে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। খেলায় মোহন বাগান সুপার জায়ান্টের রিজার্ভ দল জোড়া গোলে জয় লাভ করেছে। রিজার্ভ দলের কোচ বাস্তব রায়ের পর্যবেক্ষণে জুনিয়র ছেলেরা এই ম্যাচ খেলেছেন বলে খবর।

তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে নিয়ে আসা এবং তাদের বড় করে তোলার প্রক্রিয়ায় কলকাতা মাঠে এখনও অনেক পিছিয়ে আছে। কলকাতা ফুটবল লীগের হাত ধরে প্রতি মরসুমে একাধিক সম্ভাবনাময় ফুটবলার ময়দানে সুনামের সঙ্গে খেলে যান। তথাকথিত ছোটো বড় সব ক্লাব থেকে এমন এক বা একাধিক খেলোয়াড় লীগের ম্যাচে নিজেদের নাম চেনান। কিন্তু তারপর?

তারপরের প্রক্রিয়ায় কলকাতা পিছিয়ে রয়েছে। টুর্নামেন্ট শেষ হলে অনেকেই নিজের নিজের কাজে অন্য কোথাও চলে যান, অনেকেই ক্লাবের সঙ্গে থাকতে পারেন না। ফলে ফুটবল মাঠে থেকে ক্রমে হারিয়ে যায় সম্ভাবনায় কোনো প্রতিভা। এই ব্যাপারটা যাতে না হয় সে দিকে সবুজ মেরুন শিবির খেয়াল রেখেছেন। তরুণ খেলোয়াড়দের নিয়ে এখনো করানো হচ্ছে পুরো দমে অনুশীলন।