মোহনবাগান এখন অতীত, ভারতীয় দলের জন্য আবেদন হাবাসের

গত ফুটবল সিজনে মোহনবাগানের দায়িত্ব পালন করেছিলেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। তার তত্ত্বাবধানে মুম্বাই সিটি এফসিকে পরাজিত করে আইএসএলের শিল্ড জিতেছিল সবুজ-মেরুন। এক…

Antonio Lopez Habas ATK

short-samachar

গত ফুটবল সিজনে মোহনবাগানের দায়িত্ব পালন করেছিলেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। তার তত্ত্বাবধানে মুম্বাই সিটি এফসিকে পরাজিত করে আইএসএলের শিল্ড জিতেছিল সবুজ-মেরুন। এক কথায় যা ইতিহাস। পূর্বে এই প্রধান আইএসএল চ্যাম্পিয়ন হলেও প্রথমবারের মতো এই খেতাব জয় করেছে কলকাতার প্রধান। যারফলে নতুন মরশুমে এএফসির ছাড়পত্র পেয়ে গিয়েছে বাগান ব্রিগেড।‌

   

সেইজন্য নতুন মরশুমে নিজেদের আরো শক্তিশালী করে তুলতে বদ্ধপরিকর ম্যানেজমেন্ট। নয়া কোচ ও ফুটবলারদের দলে এনে তেমনই ইঙ্গিত দিয়েছে এই ক্লাব। গত কয়েকদিন আগেই তারা বিদায় জানিয়েছে স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে। তবে এখনি হয়ত ভারত ছাড়তে চাননা আইএসএলের এই সফল কোচ।সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এবারের জাতীয় দলের জন্য আবেদন করেছেন হাবাস।

উল্লেখ্য, গত মাসের শেষের দিকেই ইগর স্টিমাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তার ঠিক কিছুদিন পর থেকেই নতুন কোচ নিয়োগের বিবৃতি জারি করা হয় তাদের তরফ থেকে। সময় এগোনোর সাথে সাথেই বাড়তে থাকে আবেদনকারীর সংখ্যা। যতদূর জানা গিয়েছে, নির্ধারিত সময় শেষে মোট ২৯১ টি আবেদন পত্র এসেছে এআইএফএফ এর কাছে।

যাদের মধ্যে রয়েছে একাধিক হাইপ্রোফাইল নাম। জর্জ কোস্তা থেকে শুরু করে আলবার্তো রোকা, হ্যাং এসই ও পার্ক, অ্যালান পারডিউ, অ্যাশলে ওয়েস্টউড, কিকো রেমিরেজ, সাইমন গ্ৰেসন, স্টাইকোস ভার্গেটিসের মতো বিদেশি কোচ রয়েছেন এই তালিকায়। যা দেখে রীতিমতো হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি ফেডারেশনের।

জানা গিয়েছে এই জুলাই মাসের মধ্যেই ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করা হবে ফুটবল সংস্থার তরফ থেকে। কিন্তু কার হাতে উঠবে দলের দায়িত্ব? সেদিকেই নজর থাকছে দেশের ফুটবলপ্রেমীদের।