Mohammedan SC: ডুরান্ডের ক্ষত ভুলে অনুশীলন শুরু মহামেডানের

গোটা ডুরান্ড কাপ টুর্নামেন্টের নক আউট স্টেজ পর্যন্ত মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC) অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। কিন্তু সেমিফাইনালে এসে খেই হারিয়ে ফেলে কলকাতা জায়ান্টরা। সেমিফাইনালে…

Mohammedan SC

short-samachar

গোটা ডুরান্ড কাপ টুর্নামেন্টের নক আউট স্টেজ পর্যন্ত মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC) অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। কিন্তু সেমিফাইনালে এসে খেই হারিয়ে ফেলে কলকাতা জায়ান্টরা। সেমিফাইনালে মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হেরে ১৩১ তম ডুরান্ড কাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে সাদা কালো শিবির।

   

ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে শেষ মুহুর্তে গোল খেয়ে টাইটেলশিপ থেকে ছিটকে গেলেও মহামেডান ফুটবলারেরা আসন্ন আই লিগে খেলার জন্য নিজেদের ফোকাস ধরে রেখেছে। অতীতকে ভুলে গিয়ে আসন্ন টুর্নামেন্টের জন্য শুক্রবার থেকেই জিম সেশনে ঘাম ঝড়াতে শুরু করেছে। নিজেদের টুইটার হ্যান্ডেলে মহামেডান স্পোটিং ক্লাব টুইট পোস্টে জানিয়েছে ‘নিজেদের কাজে ফিরে এসেছে।’ প্রসঙ্গত, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) সিদ্ধান্ত নিয়েছে ২০২২-২৩ আই লিগ মরসুমের চ্যাম্পিয়ন দল ২০২৩-২৪’র মরসুমে ইন্ডিয়ান সুপার লীগ(ISL) খেলবে। এখন যদি কলকাতার মহামেডান স্পোটিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হয় তাহলে ISL টুর্নামেন্টে খেলার দরজা খুলে যেতে পারে আন্দ্রে চেরনশিভের ছেলেদের কাছে।

উল্লেখ্য যে,ডুরান্ড কাপের গ্রুপ ‘এ’তে একটিও ম্যাচ না হেরে শেষ চারে পৌছেছিল আন্দ্রে চেরনশিভের ছেলেরা। গ্রুপ ম্যাচে একমাত্র বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র,তাও আবার দশজনের সাদা কালো বিগ্রেডকে বাগে পেয়েও জয় ছিনিয়ে আনতে না পারার ব্যর্থতা সুনীল ছেত্রী,রয় কৃষ্ণদের। শেষ মুহুর্তে গোল খেয়েছিল সেখ ফৈয়াজরা।

সেমিফাইনালে সাদা কালো ব্রিগেডের মাঝমাঠ আর আপফ্রন্টের সমন্বয়ের অভাব প্রকট হয়ে ওঠে।কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জোড়া গোলের মালিক আবিওলা দাউদার না থাকা আর মুম্বইর বিরুদ্ধে ম্যাচে মার্কাস জোসেফকে মাঝমাঠের পাশাপাশি আপফ্রন্টে গোলের জন্য ওভারলোড নিতে দেখা গিয়েছে। গোলের জন্য বল বাড়ানো আর স্কোরারের অভাব পূরণ করাটাই মহামেডান থিঙ্ক ট্যাঙ্কের কাছে চ্যালেঞ্জ। আগামী জানুয়ারি ফিফা উইন্ডোকে কতটা কাজে লাগাতে পারে ব্ল্যাক প্যাহ্নর্সরা তা সময়েই বলে দেবে।