Kolkata Derby: ডার্বি ম্যাচে কেউ এগিয়ে থাকে না, বলছেন অলোক মুখোপাধ্যায়

প্রাক্তন ফুটবলার ও কোচ অলক মুখোপাধ্যায় ডার্বি ম্যাচে (Kolkata Derby) কাউকে এগিয়ে রাখছেন না। ডার্বি ম্যাচে কে এগিয়ে? এই প্রশ্নে তিনি বলেন, ‘ ডার্বি ম্যাচে…

Ex-footballer Alok Mukherjee

short-samachar

প্রাক্তন ফুটবলার ও কোচ অলক মুখোপাধ্যায় ডার্বি ম্যাচে (Kolkata Derby) কাউকে এগিয়ে রাখছেন না। ডার্বি ম্যাচে কে এগিয়ে? এই প্রশ্নে তিনি বলেন, ‘ ডার্বি ম্যাচে কেউ এগিয়ে থাকে না । নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, তারাই ম্যাচ জিতবে। এর আগে অনেকেই এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি । তাই আমি কাউকে ফেভারিট বলে মনে করছি না।’

   

দুই দলের ফুটবল প্রসঙ্গে অলোক বলেন, ‘মোহনবাগানের ডিফেন্স ডুরান্ডে ভালো খেলতে পারছে না ।বিশেষ করে পোগবাকে আমার ভালো লাগেনি, পাশাপাশি ওদের ওখানে প্রীতম কোটাল, শুভাশিস বসুর মত ফুটবলার রয়েছে। আরও ভালো ফুটবল খেলা উচিত ছিল মোহনবাগানের। মোহনবাগানকে অনেকে এই টুর্নামেন্টের ফেভারিট ভাবছিল। ওরা কিন্তু নিজেদের প্রত্যাশা মত খেলতে পারেনি ।

সেই তুলনায় ১০-১২ দিন অনুশীলন করে ইস্টবেঙ্গল দল ভালো লড়াই করেছে।আমার মতে ডার্বিতে ইস্টবেঙ্গল লড়াই করবে। স্টিফেনের সঙ্গে আমি অনেকদিন কাজ করেছি, জানি ওর মানসিকতা কেমন। ফুটবলারদের মধ্যে লড়াই ছড়িয়ে দিতে পারেন। আমার মতে স্টিফেনের লড়াকু মানসিকতা ডার্বিতে ফুটে উঠবে। ইস্টবেঙ্গল গোলের কাছাকাছি গিয়েও গোল করতে পারছে না, ভালো বিদেশি স্ট্রাইকার পেলে ইস্টবেঙ্গল দলটা তৈরি হয়ে যাবে বলে মনে করছি।’