ISL Update: শুক্রবার থেকে মিলবে ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু ম্যাচের অফলাইন টিকিট

আইএসএলের (ISL) গত ম্যাচে কেরালার ঘরের মাঠে জয় ছিনিয়ে এনেছে ইস্টবেঙ্গল ফুটবল দল। প্রথমদিকে পিছিয়ে পড়তে হলেও পরবর্তীতে সাউল ক্রেসপোর গোলে সমতায় ফেরে দল। দ্বিতীয়ার্ধে…

East Bengal-Bengaluru

short-samachar

আইএসএলের (ISL) গত ম্যাচে কেরালার ঘরের মাঠে জয় ছিনিয়ে এনেছে ইস্টবেঙ্গল ফুটবল দল। প্রথমদিকে পিছিয়ে পড়তে হলেও পরবর্তীতে সাউল ক্রেসপোর গোলে সমতায় ফেরে দল। দ্বিতীয়ার্ধে প্রবল চাপ বাড়াতে থাকে ক্লেটনরা। সেখান থেকেই সাউলের দ্বিতীয় গোল। আক্রমণ- প্রতিআক্রমণে জমজমাট হয়ে ওঠে ম্যাচে।

   

মাঝে হিজাজি মাহেরর মাধ্যমে একটি আত্মঘাতী গোল হয়ে গেলেও লড়াই থামায়নি কুয়াদ্রাতের ছেলেরা। ম্যাচের শেষের দিকে নাওরেম মহেশ সিংয়ের জোড়া গোল। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি ইভান ভুকোমানোভিচের কেরালা। যারফলে, পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কলকাতার এই প্রধান। তাই প্লে-অফের লড়াইয়ে এখনো টিকে থাকল কলকাতার এই প্রধান।

এবার পরবর্তী ম্যাচের দিকেই নজর সকলের। আগামী ৭ এপ্রিল নিজেদের ঘরের মাঠে শক্তিশালী বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে হবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দলকে। টুর্নামেন্টের প্রথম লেগে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল মহেশদের। এবার বদলার লড়াই। এই ম্যাচ জিতলে প্লে-অফে নিজেদের আশা জিইয়ে রাখবে মশাল ব্রিগেড। তাই এবারের ম্যাচে ও পুরো পয়েন্ট তোলার লক্ষ তাদের।

কিন্তু কাজটা যে মোটেও সহজ হবেনা সেকথা ভালো মতোই জানেন দলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত।‌ তবুও সীমিত শক্তি নিয়েই লড়াই করবে দল। আর ঘরের মাঠে শেষ ম্যাচ থাকায় মাঠে এসে দলের জন্য গলা ফাটাতে চাইবেন সমর্থকরা।

কিন্তু কবে থেকে মিলবে টিকিট? জানা গিয়েছে, আগামীকাল থেকেই মিলতে চলেছে অফলাইন টিকিট। ইস্টবেঙ্গল ক্লাবের পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের ১নং বক্স অফিস থেকে মিলবে লাল-হলুদ ম্যাচের টিকিট। যতদূর খবর, আগামীকাল থেকে একেবারে ৭ তারিখ পর্যন্ত উভয় স্থান থেকেই সংগ্ৰহ করা যাবে ম্যাচ টিকিট। সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত টিকিট রিডম করতে পারবেন‌ সমর্থকরা।