ISL: বিতর্কে জড়ালেন ‘হ্যাটট্রিক বয়’ দিমিত্রি পেট্রাটোস

রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) কেরালা ব্লাস্টার্সকে ২-৫ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ATK মোহনবাগান। কেরালার ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স সবুজ মেরুন শিবিরের ফুটবলারদের। ম্যাচে হ্যাটট্রিক…

Dimitri Petratos playing football for Mohun Bagan Club

short-samachar

রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) কেরালা ব্লাস্টার্সকে ২-৫ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ATK মোহনবাগান। কেরালার ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স সবুজ মেরুন শিবিরের ফুটবলারদের। ম্যাচে হ্যাটট্রিক দিমিত্রি পেট্রাটোসের। এমন ঝকঝকে পারফরম্যান্সের পরেও বিতর্কে নাম জড়িয়েছে বাগানের অস্ট্রেলিয় স্ট্রাইকার দিমিত্রি পেট্রাটোসের।

   

ম্যাচের ২৬,৬২ এবং ৯২ মিনিটে তিনটে গোল করে ‘হ্যাটট্রিক বয়’ পেট্রাটোস। আর হ্যাটট্রিক করে মুহুর্তেই বিতর্কের শিরোনামে ATK মোহনবাগানের এই স্ট্রাইকার। কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেই পেট্রাটোস মাঠের ডানদিকের কর্ণারে থাকা পতাকাতে দৌড়ে গিয়ে লাঠি মেরে নিজের উচ্ছ্বাস জাহির করে। ওই পতাকাতে কেরালা ব্লাস্টার্সের লোগো ছিল। এমন কান্ড ঘটনোর পরেই দিমিত্রি পেট্রাটোসের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্বভাবতই, বাগান স্ট্রাইকার দিমিত্রি পেট্রাটোসের হ্যাটট্রিক করার পরে এমন বাঁধনছাড়া উচ্ছ্বাস ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এমন জয়ের পরেও ATK মোহনবাগান টিম কিছুটা অস্বস্তির মুখে পড়েছে।কেননা দিমিত্রি পেট্রাটোসের খেলা চলাকালীন এমন অভব্য আচরণ ভারতীয় ফুটবলে এখন হট কেক।