Sanjay Bangar-এ কি অসন্তোষ আরসিবির? এমনই ইঙ্গিত RCB শিবিরে

তবে কি মাইক হেসন এবং সঞ্জয় বাঙ্গারে খুশি নয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শিবির। সম্প্রতি এমনই ইঙ্গিত পাওয়া গেছে। ভবিষ্যতে তাঁদের নিয়ে না এগোনোর ভাবনাচিন্তাই প্রবল…

short-samachar

তবে কি মাইক হেসন এবং সঞ্জয় বাঙ্গারে খুশি নয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শিবির। সম্প্রতি এমনই ইঙ্গিত পাওয়া গেছে। ভবিষ্যতে তাঁদের নিয়ে না এগোনোর ভাবনাচিন্তাই প্রবল আরসিবি দলে।

   

আরসিবি প্রধান রাজেশ মেনন অবশ্য বলেছেন যে সমস্ত চুক্তিই বজায় আজে। তবে সূত্রের খবর, আরসিবি ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসেন এবং প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারের মেয়াদ বাড়ানোর কোনো চুক্তি হয়নি শিবিরে।

যদিও সমস্ত চুক্তিই ৩১ ডিসেম্বর অবধি ধার্য কথা হয়ে থাকে। তবে কাউকে দলে রাখার জন্য পুণরায় চুক্তিগুলি বিশেষত বছরের এই সময়ে হয়ে থাকে। তিন বছর ধরে আরসিবিতে প্রধান কোচের দায়িত্ব সামলেছেন বাঙ্গার। তার সময়ে ২০২১ এবং ২০২২এ প্লেঅফে পৌছায় তাঁর দল। অল্পের জন্য ২০২৩ সালে তা সম্ভব হয়নি।

লখনউ সুপার জায়েন্টেসের পর এবার কি ব্যাঙ্গালোর শিবিরেও বড়ো বদল আসবে কিনা, সেটাই অপেক্ষার।