Sports News : ২৬ সেকেন্ডে একশো মিটার দৌড়ে রেকর্ড ১০০ বছরের বৃদ্ধের

Sports News : বয়স একশো হয়ে গিয়েছে। কিন্তু তাতে কি! মন যে এখনও তরতাজা। রয়েছে অদম্য ইচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের লেস্টার রাইট নামের শতায়ু এক বৃদ্ধ…

short-samachar

Sports News : বয়স একশো হয়ে গিয়েছে। কিন্তু তাতে কি! মন যে এখনও তরতাজা। রয়েছে অদম্য ইচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের লেস্টার রাইট নামের শতায়ু এক বৃদ্ধ একশো মিটারের দৌড় শেষ করেছেন মাত্র ২৬ সেকেন্ডে।

   

লেস্টার রাইট যুক্তরাষ্ট্রের হয়ে লড়েছেন বিশ্বযুদ্ধে। তিনি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার অ্যাথলিট। অবসর নিয়েছিলেন ৭৬ বছর বয়সে। প্রায় পঁচিশ বছর পা রাখেননি দৌড়ের ট্র্যাকে। ফিরে এলেন একশো বছর বয়সে।

 

শোর অ্যাথলেটিক ক্লাবের হয়ে লেস্টার অংশ নিয়েছিলেন। ‘শুরুতে বেশ ভয়ে ভয়ে ছিলাম। যখন দেখলাম এতো মানুষ সমর্থন করছেন, মনোবল বাড়াচ্ছেন তখন আর নিজেকে আটকে রাখিনি। একশো বছর বয়সে দৌড় শেষ করার আনন্দটাই আলাদা,’ ইভেন্ট শেষে বলেছেন শতায়ু বৃদ্ধ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৯ জন প্রতিযোগীর মধ্যে বাজিমাত করেছেন তিনি। প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন প্রায় ৩৮ হাজার দর্শক।