দিনের শেষের অঙ্ক কষছে BBC, ফ্যানেদের চোখে জল

বেনজেমা আগেই অবসর নিয়েছেন। এবার সেই পথে হাঁটলেন রিয়ালের বিখ্যাত বিবিসি’র (BBC)আর এক বি গ্যারেথ বেল। পরে রইলেন শুধু সি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আবেগতাড়িত ফুটবল ফ্যানেরা।

Football fans became emotional as BBC

short-samachar

শেষের পথে বিবিসি। বেনজেমা আগেই অবসর নিয়েছেন। এবার সেই পথে হাঁটলেন রিয়ালের বিখ্যাত বিবিসি’র (BBC)আর এক বি গ্যারেথ বেল। পরে রইলেন শুধু সি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আবেগতাড়িত ফুটবল ফ্যানেরা।

   

অরিত্র চ্যাটার্জি নামে এক রিয়েল ফ্যান বলছেন, “‘বিবিসি রিয়াল মাদ্রিদ’ ফুটবল বোঝার পর এই দুটো শব্দ আমার জন্য সবচেয়ে প্রিয় ছিল। যদিও বেল বেনজেমা রোনালদোকে একসাথে খেলতে দেখার ভাগ্য হয়নি৷ তবু ওরাই সেরা। পরিসংখ্যান তাই বলে”।

সুমিত ধর বলছেন, “‘বিবিসি’র বেল রোনালদোর পর দ্বিতীয় অথবা তৃতীয় প্রিয় খেলোয়াড় ছিলেন সবসময়। তার জন্য আমি এমএলএসের খেলাও দেখছি নিয়মিত। এই কয়েকদিন ধরে তো অপেক্ষা করেছিলাম, মেজর লিগ সকারের নতুন মরসুম শুরু হবে বলে।”

অনিত বেরা বলছেন, “গত মরসুমের সময় মনে আছে, ফাব্রিজিও রোমানোর পোস্ট দেখেছিলাম তার রিয়াল মাদ্রিদ ছাড়ার সম্পর্কে। যদিও মরসুম শুরুর আগেই জানতাম বেল এই পরে আর রিয়ালে থাকবে না, কিন্তু তারপরও ঐদিন খেলাধুলার জন্য ফাস্ট কেঁদেই ফেলেছিলাম। স্বপ্নের নায়কেরা রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া দেখা আমার জন্য খুব কষ্টের! কিন্তু স্বপ্নের নায়কেরা তো এখন ফুটবলও ছাড়ছেন!

এটা আরো হৃদয়বিদারক। যেহেতু এটা জীবন। আর জীবনের গল্পই এরকম। সেহেতু এই প্রস্থান অস্বীকার করার মতো না।”।