ICC World Cup: ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে বড় ঘোষণা ইংল্যান্ডের

আগামী মাস থেকে শুরু হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপের (ICC World Cup) জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। গত মাসে ঘোষিত অস্থায়ী স্কোয়াডে একটি পরিবর্তন করেছে ইংল্যান্ড। দ

England Reveals Final 15-Man Squad

short-samachar

আগামী মাস থেকে শুরু হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপের (ICC World Cup) জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। গত মাসে ঘোষিত অস্থায়ী স্কোয়াডে একটি পরিবর্তন করেছে ইংল্যান্ড। দলে জায়গা পেয়েছেন হ্যারি ব্রুক। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো পারফর্ম করতে পারেননি ব্রুক। মাত্র ১০, ২ ও ২৫ রান করতে পারলেও টি-টোয়েন্টিতে ব্যাট করার পর থেকে ক্রমাগত আলোচনায় রয়েছেন।

   

গত মাসে ঘোষিত অস্থায়ী স্কোয়াডে বেশ কিছু শক্তিশালী বিকল্প বেছে নিয়েছিল ইংল্যান্ড। অলরাউন্ডার বেন স্টোকস ফিরেছেন, তরুণ ব্যাটসম্যান হ্যারি ব্রুক। তারকা ফাস্ট বোলার জোফরা আর্চার জায়গা পাননি। ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জেসন রয়। চলতি সপ্তাহের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে জায়গা পেতে পারেন তিনি। বিশ্বকাপের জন্য দলে পরিবর্তন আসতে পারে ২৮ সেপ্টেম্বরের মধ্যে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৪ বলে ১৮২ রানের ইনিংস খেলে ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন স্টোকস। ওয়ানডেতে ইংল্যান্ডের কোনো খেলোয়াড়ের এটাই সর্বোচ্চ রান। নিউজিল্যান্ড সিরিজে মাত্র একটি ম্যাচ খেলা আদিল রশিদও দলে জায়গা পেয়েছেন। ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন রশিদ। এ কারণে সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে পারেননি তিনি। গোড়ালির চোট থেকে সেরে উঠছেন ফাস্ট বোলার মার্ক উড। শেষ অ্যাশেজ টেস্টের পর আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি তিনি।

ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচক লুক রাইট বলেছেন, ‘একটি শক্তিশালী দল বেছে নেওয়া হয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে এই দল ভারতে গিয়ে বিশ্বকাপ জিততে পারবে।’

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।