East Bengal : চলতি সপ্তাহেই কলকাতায় প্রবেশ করতে পারেন লাল-হলুদ বিদেশিরা

চলতি সপ্তাহে ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal ) বিদেশি ফুটবলার সংক্রান্ত আপডেট। এশিয়ান কোটার ফুটবলার সংক্রান্ত ধোঁয়াশাও কাটতে পারে বলে মনে করা হচ্ছে।     একসঙ্গে…

East Bengal may start practice first week of august

short-samachar

চলতি সপ্তাহে ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal ) বিদেশি ফুটবলার সংক্রান্ত আপডেট। এশিয়ান কোটার ফুটবলার সংক্রান্ত ধোঁয়াশাও কাটতে পারে বলে মনে করা হচ্ছে।

   

একসঙ্গে পাঁচজন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করার খবর জানিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। যার মধ্যে সাইপ্রাসের জাতীয় দলে খেলা ফুটবলার ইতিমধ্যে কলকাতায় চলে এসেছেন। বাকি এখনও চারজন। এশিয়ান কোটার ফুটবলারকে যোগ করলেন বাকি পাঁচজন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ইস্টবেঙ্গলের পূর্ব ঘোষিত পাঁচজন বিদেশি ফুটবলার চলতি সপ্তাহে কলকাতায় আসতে পারেন। ইভান গঞ্জালজকে নিয়ে বেশ কিছু দিন ধরে জল্পনা চলেছে। তিনি ভিসার জন্য আবেদন করেছেন বলে জানা গিয়েছিল। চলতি সপ্তাহে তাঁরও শহরে চলে আসার সম্ভাবনা রয়েছে।

এশিয়ান কোটার ফুটবলার সম্পর্কে এখনও প্রশ্ন রয়েছে। ক্লাব কর্তা জানিয়েছিলেন, ফিফার ব্যান থাকলেও চিন্তার কারণ নেই। সমস্ত বিদেশির সঙ্গে সই সম্পন্ন হয়ে গিয়েছে। এই দাবি ধরে আশা করা হচ্ছে ষষ্ঠ বিদেশি ক্লাব হয়তো নিশ্চিত করেছে। কিন্তু তিনি কে বা কবে কলকাতায় আসবেন সে ব্যাপারে এখনও আভাস পাওয়া যায়নি।