East Bengal: এবার জাতীয় গ্রুপ পর্যায়ে লড়াই, দেখে নিন লাল-হলুদের ম্যাচের সময়-তারিখ

এবারের ফুটবল মরশুমে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) ক্লাবের সিনিয়র দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও নিজেদের ছন্দ বজায় রেখে এসেছে ছোটরা।

Emami East Bengal Club Players in Action

short-samachar

এবারের ফুটবল মরশুমে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) ক্লাবের সিনিয়র দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও নিজেদের ছন্দ বজায় রেখে এসেছে ছোটরা। উল্লেখ্য, রিলায়েন্স কতৃক আয়োজিত এবারের ইয়ুথ ডেভলপমেন্ট লিগের শুরু থেকেই জয়ের সরনীতে থেকেছে বিনো জর্জের ছেলেরা।

   

প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে পরাজিত করার পর নিউ আলিপুর সুরুচি সংঘ থেকে শুরু করে ওডিশা এফসি ও মহামেডান স্পোর্টিং ক্লাব কে ও বড় ব্যবধানে হারায় ইস্টবেঙ্গল। পাশাপাশি শক্তিশালী মোহনবাগান দলকে ও আটকে দেয় আদিত্যরা। তারপর প্রোগ্ৰশন রাউন্ডে এসে ও নিজেদের ফর্ম ধরে রাখে লাল-হলুদ।

প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিংকে ফের পরাজিত করে ইস্টবেঙ্গল। তারপর দ্বিতীয় ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এগিয়ে থেকে ও ম্যাচ ড্র করতে হয় তাদের। পরবর্তীতে আবার ও সাদা-কালো কে হারানোর পর আজ শেষ ম্যাচে শক্তিশালী এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। দুজনের ই লক্ষ্য ছিল আজকের ম্যাচে জয় নিশ্চিত করা। শেষ হাসি হাসল ইস্টবেঙ্গল। কুশ ছেত্রীর করা গোলে ২-০ ব্যবধানে ম্যাচ চলে যায় মশাল ব্রিগেডের পক্ষে। এবার লড়াই আরও বড়ো।

আগামী কয়েকদিন পর থেকেই জাতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। তাদের গন্তব্য মুম্বাই। প্রকাশিত হল সেই পর্বের ম্যাচের সময়সূচী। সেই অনুযায়ী আগামী ২৮ তারিখ প্রথম ম্যাচে রামথার ডেং এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। তারপর ১লা মে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যাম্পসের সাথে খেলতে হবে তাদের। দুদিন বিশ্রাম দিয়েই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে অতুলরা। তারপর ৭ মে তাদের শেষ ম্যাচ ডেলসাও এসসিসির বিপক্ষে। যদিও এখনো জানানো হয়নি ম্যাচের সময়।