Cleiton Silva: ‘ভিলেন’ সিলভা সম্পর্কে যা বললেন ইস্টবেঙ্গল কোচ

নিশ্চিত গোল হাতছাড়া। একবার নয় একাধিকবার। নিজের দিনে হলে ক্লেইটন সিলভা (Cleiton Silva) পেনাল্টি মিস করতেন না। রিবাউন্ড থেকেও গোল করার সুযোগ এসেছিল। সেখান থেকেও…

Cleiton Silva Carles Cuadrat

short-samachar

নিশ্চিত গোল হাতছাড়া। একবার নয় একাধিকবার। নিজের দিনে হলে ক্লেইটন সিলভা (Cleiton Silva) পেনাল্টি মিস করতেন না। রিবাউন্ড থেকেও গোল করার সুযোগ এসেছিল। সেখান থেকেও গোল আসেনি। সিলভা গোল করলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো কি না সেটা তর্কের বিষয়। কেরালা ব্লাস্টার্স কলকাতার মাঠে হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে। এই পরাজয়ের দায় কি সিলভার? ম্যাচের পর অবশ্য নিজের ছাত্রের পাশেই থাকলেন ইস্টবেঙ্গল কোচ।

   

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত বলেছেন, “ভুল আমাদের সবারই হতে পারে, এটা আমাদের মানতে হবে।” ব্লাস্টার্সের গোলকিপার সচিন সুরেশ ম্যাচের শেষ কোয়ার্টারে ইস্টবেঙ্গলের নিশ্চিত গোল রুখে দিয়েছিলেন। সিলভার প্রথম শট আটকে দিয়েছিলেন সচিন। কিন্তু গোল লাইন ছেড়ে এগিয়ে আসার জন্য ফের পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। এবারেও একই রেজাল্ট। লাইনে থেকেই দুর্দান্ত ভাবে আটকে দেন প্রতিপক্ষের গোলকিপার।

“কিন্তু ওর মানসিকতায় যে কোনও ভুল ছিল না, এটা বলতেই হবে। দ্বিতীয়বার পেনাল্টি নিতে গিয়ে ও দলকে এই বার্তাই দেয় যে, হাল ছাড়া যাবে না”, ক্লেইটন সিলভা সিলভা সম্পর্কে বলেছেন ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত।