এই ফুটবলারকে ঘরে তুলতে টানাটানি চলছে ইস্টবেঙ্গল এবং নর্থইস্টের

ভারতীয় ডিফেন্ডার রাজু গায়কোয়াড়’কে (Raju Gaikwad) দলে নিতে টানাটানি লেগে গেছে ইস্টবেঙ্গল (East Bengal) এবং নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) মধ্যে। এই মুহূর্তে সংশ্লিষ্ট…

Raju Gaikwad

short-samachar

ভারতীয় ডিফেন্ডার রাজু গায়কোয়াড়’কে (Raju Gaikwad) দলে নিতে টানাটানি লেগে গেছে ইস্টবেঙ্গল (East Bengal) এবং নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) মধ্যে। এই মুহূর্তে সংশ্লিষ্ট ফুটবলার ফ্রি এজেন্ট, ইস্টবেঙ্গলের সাথে তার এক বছরের চুক্তি শেষ হয়েছে ৩১ মে।

   

মুম্বইয়ের এই ফুটবলার এর আগেও একাধিকবার ইস্টবেঙ্গলে খেলেছে।২০১১ থেকে ২০১৫ সাল অবধি ইস্টবেঙ্গল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।ক্লাব’কে একটি ফেড কাপ,একটি আইএফএ শিল্ড এবং টানা চারবার কলকাতা লিগ জিততে সাহায্য করেছিলেন তিনি।

লং থ্রোয়ের জন্যে সুপ্রসিদ্ধ এই ফুটবলারের ইন্ডিয়ান সুপার লিগে খেলার অভিজ্ঞতা আছে।এফসি গোয়া, মুম্বই সিটি এফসি,জামশেদপুর এফসি এবং কেরালা ব্লাস্টার্সে খেলেছিলেন।

২০১১ সালে এই টাটা ফুটবল অ্যাকাডেমির প্রোডাক্ট পৌলান অ্যারোজ (বর্তমানে ইন্ডিয়ান অ্যারোজ ) থেকে যোগদান করেন ইস্টবেঙ্গলে, এরপর চার বছর বাদে আসেন মোহনবাগানে।

ইস্টবেঙ্গলের অধিনায়ক হয়েছেন একাধিক বার,সূত্রের খবর অনুযায়ী তাকে দলে ধরে রাখতে ফের আরেকবার তাকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছে লাল হলুদ ব্রিগেড।এদিকে তার কাছে নর্থ ইস্টের প্রস্তাব’ও আছে,সব মিলিয়ে শেষ অবধি গায়কোয়াড়ের পরবর্তী গন্তব্য হয় কোথায়, এখন সেটাই দেখার বিষয়।