ভাগ্য সাধ দিল না রোহিতের, টস জিতল বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত (India) বনাম বাংলাদেশের (Bangladesh) প্রথম ম্যাচে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাট করার…

short-samachar

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত (India) বনাম বাংলাদেশের (Bangladesh) প্রথম ম্যাচে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে শর্মা-বাহিনী প্রথমে ফিল্ডিং করবে।

   

অন্যদিকে আর্শদীপের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেয়েছে হর্ষিত রানা। চোট সামলে মাঠে নামছে মহম্মদ শামিও।

ভারত প্রথম একাদশঃ-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (উপ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেট-কিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্শিত রানা, মহাম্মদ শামি, কুলদীপ যাদব

বাংলাদেশ প্রথম একাদশঃ-
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেট-কিপার), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।