East Bengal: ইস্টবেঙ্গলে আসছে অস্ট্রেলিয়ার স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ

মঙ্গলবার কলকাতার এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেলো ইস্টবেঙ্গল (East Bengal) এবং ইমামি’র পথ চলা। নতুন ইনভেস্টেরের নাম ঘোষণা করার সাথে সাথে একাধিক…

Owain Manship- Head of Sports Science at Emami East Bengal FC

short-samachar

মঙ্গলবার কলকাতার এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেলো ইস্টবেঙ্গল (East Bengal) এবং ইমামি’র পথ চলা। নতুন ইনভেস্টেরের নাম ঘোষণা করার সাথে সাথে একাধিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে লাল হলুদের কর্মকর্তারা।

   

ইতিমধ্যে একাধিক ফুটবলার’কে দলে নিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। আগামী দিন গুলো’তে আরও চমকের অপেক্ষায় থাকাই যায়।এরকম একটা সময় দলের কোচিং প‍্যানেল সাজাতে দৃষ্টান্ত রাখতে চলেছে লাল হলুদ ব্রিগেড।

অস্ট্রেলিয়ার ওয়েস্ট অ্যাডিলেড এফসি’র ওয়েন মানশিপ’কে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ হিসেবে নিয়োগ করেছে লাল হলুদ ব্রিগেড, এই খবর একদম সত‍্য।সংশ্লিষ্ট কোচের লিংকেডিন প্রোফাইলে এখন জ্বলজ্বল করছে ইমামি ইস্টবেঙ্গলের নাম।

কে এই ওয়েন মানশিপ ?
অস্ট্রেলিয়ার ক্রীড়া মহলে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ হিসেবে ওয়েন মানশিপ, একজন অত্যন্ত পরিচিত মুখ।সেদেশের বিভিন্ন ধরনের সাথে যুক্ত ক্রীড়া ক্লাব গুলোতে তাকে এই ভূমিকায় দেখা গেছে।তালিকায় আছে সাউথ অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থা, অস্ট্রেলিয়ার বাস্কেটবল টিম “বেন্ডিগো স্পিরিট, অ্যাডিলেড থার্টিসিক্সার্সের মতো নাম।
আগামী দিন গুলো’তে আরও নতুন কি চমক দেয় লাল হলুদ ব্রিগেড,এখন নজর থাকবে সেই দিকে।