মুসলিম না রাজপুত? পাকিস্তানি আরশাদের ধর্মে ‘উঁকি’ নেটিজেনদের

চলতি বছর আয়োজিত প্যারিস অলিম্পিকে ভারত কোনও সোনার পদক জয় করতে পারেনি। ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অন্যদিকে…

Arshad Nadeem Religion

short-samachar

চলতি বছর আয়োজিত প্যারিস অলিম্পিকে ভারত কোনও সোনার পদক জয় করতে পারেনি। ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অন্যদিকে পাকিস্তানের অ্যাথলিট আরশাদ নাদিম (Arshad Nadeem Religion) এই একই ইভেন্টে সোনার পদক জয় করে ইতিহাস রচনা করেছেন। এবারের অলিম্পিক টুর্নামেন্টে তিনি ৯২.৯৭ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করে এক নয়া রেকর্ড কায়েম করেন। আরশাদ নাদিম ইতিমধ্যেই পাকিস্তানের মাটিতে পা রেখেছেন। গোটা দেশের পক্ষ থেকে তাঁকে হার্দিক অভিনন্দন জানানো হয়েছে। এমনকী, নীরজ চোপড়ার মা’ও আরশাদকে নিজের ছেলে বলে শুভেচ্ছা জানিয়েছেন।

   

সুখেরা রাজপুত সম্প্রদায়ের সঙ্গে যোগ আরশাদ নাদিমের
এবার আরশাদ নাদিমের ব্যক্তিগত জীবনের কথায় আসা যাক। পাকিস্তানের সুখেরা রাজপুত সম্প্রদায়ের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। অর্থাৎ আরশাদ নাদিম মুসলিম হওয়ার পাশাপাশি রাজপুত সম্প্রদায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। পঞ্জাবের মিঞাঁ চানু এলাকায় বসবাসকারী আরশাদের সঙ্গে সুখেরা রাজপুত বংশের গভীর সংযোগ রয়েছে। স্থানীয় এলাকায় সুখেরা নামেই বেশি পরিচিত। পাকিস্তানে সুখেরা পঞ্জাবি মুসলিম গোষ্ঠীর অন্তর্গত। তোমর রাজপুত বংশের একটা শাখা বলা যেতেই পারে।

হরিয়ানার ভাষায় কথা বলে এই সম্প্রদায়
সুখেরা সম্প্রদায় আসলে পিছিয়ে পড়া উপজাতিদের অংশ হিসেবে গণ্য করা হয়। এরা আসলে নিজেদের রাজপুত সম্প্রদায় বলতেই বেশি স্বচ্ছ্বন্দ বলে মনে করে। তবে সবথেকে মজার ব্যাপার এটাই যে এই সম্প্রদায়ের লোকজন আজও হরিয়াণার ভাষাতেই কথা বলে। যদিও তাঁরা সুন্নি মুসলিম সম্প্রদায়ের বাসিন্দা। কিন্তু, রীতি-রেওয়াজে হরিয়াণার মুসলিমদেরই তাঁরা অনুসরণ করেন।

চাপের মুখে ধর্ম পরিবর্তন
শোনা যায়, এই সুখেরা জনজাতি আসলে ডোডিয়া রাজপুত রাজবংশেরই অংশ। সুখেরা সম্প্রদায়ের উৎপত্তি রাওয়াত প্রতাপ সিং ডোডিয়ার থেকে হয়েছিল। ইনি সুখেরা সম্প্রদায়ের প্রথম রাওয়াত ছিলেন। কিন্তু, কয়েকশো বছর আগে তাঁদের ধর্ম পরিবর্তন করতে হয়। যদিও নিজেদের পরিচয় অক্ষুণ্ণ রাখার জন্য তাঁরা এই সম্প্রদায়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করে থাকেন। পাকিস্তানে এই সম্প্রদায়ের রাজপুত যথেষ্ট রয়েছে। কথিত আছে, দ্বাদশ শতাব্দীতে যখন মোঘল সাম্রাজ্যের রমরমা ছিল, সেইসময় এই সম্প্রদায়কে কার্যত জোর করে ধর্মান্তরিত করা হয়। পাকিস্তানে যেখানে প্রায় ১.৬ কোটি মুসলিম রাজপুত বসবাস করেন, সেখানে ভারতে সংখ্যাটা মাত্র ২৯ লাখ।