কেজরিওয়ালের বিপাসনা যাত্রার গাড়িবহর ঘিরে বিতর্কের ঝড়

পাঞ্জাবের হোশিয়ারপুরে ‘বিপাসনা’ (ধ্যান) করতে যাওয়া আম আদমি পার্টি (আপ)-এর প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিশাল গাড়িবহর নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির…

arvind-kejriwal-vipassana-massive-cavalcade-punjab

short-samachar

পাঞ্জাবের হোশিয়ারপুরে ‘বিপাসনা’ (ধ্যান) করতে যাওয়া আম আদমি পার্টি (আপ)-এর প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিশাল গাড়িবহর নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হারের পর এই যাত্রায় তার সঙ্গে থাকা বড় সুরক্ষা বহরের জন্য তিনি বিজেপি, কংগ্রেস এবং নিজের দলের সাংসদের সমালোচনার মুখে পড়েছেন।

   

আপ-এর রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল এক্স-এ লিখেছেন, “যিনি ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেন, তিনি আজ ডোনাল্ড ট্রাম্পের থেকেও বড় সুরক্ষা বহর নিয়ে ঘুরছেন।” বিজেপির নেতা মঞ্জিন্দর সিং সিরসা, যিনি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার মন্ত্রিসভার সদস্য, কেজরিওয়ালকে ‘মহারাজা’ বলে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, “যিনি ওয়াগনআর-এ সাধারণ মানুষের ভান করতেন, তিনি আজ বুলেটপ্রুফ গাড়ি, ১০০-র বেশি পাঞ্জাব পুলিশ কমান্ডো, জ্যামার ও অ্যাম্বুলেন্স নিয়ে বিপাসনায় গেছেন। আপ-এর প্রতারণা ও ভিআইপি অহংকার এখন প্রকাশ্যে।”

কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত, যিনি নিউ দিল্লি আসনে কেজরিওয়ালের বিরুদ্ধে লড়েছিলেন, বলেছেন, “১০ বছর ধরে বলছি, তার সরলতা ভান। ক্ষমতার বিলাসিতায় অভ্যস্ত তিনি ধ্যানের জন্য ১০০ গাড়ির বহর নিয়েছেন।” ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, কেজরিওয়ালের বহরে ১০০-র বেশি পাঞ্জাব পুলিশ ও বুলেটপ্রুফ গাড়ি ছিল।

মঙ্গলবার রাতে কেজরিওয়াল ও তার স্ত্রী হোশিয়ারপুরের চোহাল ফরেস্ট রেস্ট হাউসে পৌঁছান। সেখান থেকে তিনি মেহলানওয়ালির কাছে আনন্দগড়ে বিপাসনা কেন্দ্রে যান। বিশ্লেষকদের মতে, এই ঘটনা কেজরিওয়ালের ‘সাধারণ মানুষের নেতা’ ইমেজে আঘাত হানতে পারে।