Recruitment Corruption: আদালতে উপস্থিত হয়ে কাদের নাম বলতে চান পার্থ?

নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় জুলাই মাস থেকে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ।

Former Education Minister Partha Chatterjee

short-samachar

নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় জুলাই মাস থেকে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। একাধিকবার আদালতের কাছে জামিনের আর্জি জানিয়েও কোনও লাভ হয়নি। তার ওপর মঙ্গলবার আরও এক দফায় তাঁর জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেয়েছে। এদিন আদালতের কাছে পার্থ জানালেন তাঁর শারীরিক অসুস্থতার কথা। একইসঙ্গে বললেন, তিনি আরও কিছু জানাতে চান। কাদের নাম বলতে চান পার্থ? কী বলবেন পার্থ? একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে।

   

গতকাল আদালতের কাছে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান পার্থ চট্টোপাধ্যায়। সুবিচারের আশায় আদালতকে তিনি জানান, যদি মরেই যাই, তাহলে আর কী বিচার! একইসঙ্গে আদালতকে জানালেন তিনি আদালতে সশরীরে উপস্থিত হয়ে কিছু জানাতে চান।

নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিদিন বাড়ছে গ্রেফতারির সংখ্যা৷ বেড়ে চলেছে দুর্নীতির বহর৷ এমত অবস্থায় পার্থ চট্টোপাধ্যায় কী বলবেন? তিনি কী অন্য কোনও নাম তুলে ধরবেন? নাকি দুর্নীতির রহস্য ফাঁস করবেন? সেই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে৷ যা এখনও অবধি নিয়োগ দুর্নীতিতে গা ঢাকা দিয়েছে, তাঁদের নাম বলবেন পার্থ? প্রশ্ন ওয়াকিবহাল মহলে৷