Weather forecast: অবাধ উত্তুরে হাওয়া, নভেম্বরেই রাজ্যে শীতের ব্যাটিং

অবাধ উত্তুরে হওয়ার দাপটে কনকনে শীত পশ্চিমবঙ্গে। ডিসেম্বর এর আগেই নভেম্বরের জমিয়ে বঙ্গে ব্যাটিং চালাচ্ছে শীত। কলকাতা তাপমাত্রা ১৬ ডিগ্রি পর্যন্ত নেমে এসেছে। আবহাওয়া(Weather) অফিস…

short-samachar

অবাধ উত্তুরে হওয়ার দাপটে কনকনে শীত পশ্চিমবঙ্গে। ডিসেম্বর এর আগেই নভেম্বরের জমিয়ে বঙ্গে ব্যাটিং চালাচ্ছে শীত। কলকাতা তাপমাত্রা ১৬ ডিগ্রি পর্যন্ত নেমে এসেছে। আবহাওয়া(Weather) অফিস সূত্রে খবর, আগামী বেশ কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে রাজ্যে। এমনকি আবারো কিছুটা কমতে পারে তাপমাত্রা।

   

শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ফের নামলো তাপমাত্রা। রবিবার সর্বনিম্ন তাপমাত্র ১৬.৫ ডিগ্রি। আজ সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

দুই বঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই দুই বঙ্গেই আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশাষই কমছে যা শুষ্ক প্রকৃতির আবহাওয়ার অন্যতম কারণ। বাতাসের গতিপথ সাগরমুখী, এর ফলে উত্তর-পশ্চিমা বাতাস অবাধ। উত্তরে হওয়ার কোন রকম বাধা না থাকায় শীত জোরালো হবে রাজ্যে।