‘ক্ষমা চান’ মহম্মদ সেলিমের বিরুদ্ধে অভিষেকের আইনি নোটিশ

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির আইনি নোটিশ পাঠালেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নোটিশে সর্বজনসমক্ষে সেলিমকে ক্ষমা চাইতে হবে বলা…

MD-salim

short-samachar

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির আইনি নোটিশ পাঠালেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নোটিশে সর্বজনসমক্ষে সেলিমকে ক্ষমা চাইতে হবে বলা হয়। তেমন না হলে আইনি পথে মামলা হবে বলে জানিয়েছেন অভিষেকের আইনজীবী।

   

মহম্মদ সেলিমের বিরুদ্ধে আইনি নোটিশ ঘিরে রাজনৈতিক মহল সরগরম। সম্প্রতি অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে তীব্র আক্রমণ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অভিযোগ, সোশ্যাল মিডিয়া পোস্টে অশালীন শব্দের ব্যবহার করেছেন সেলিম। কেন অশালীন শব্দের ব্যবহার সেই প্রশ্ন তুলে আইনি নোটিশ তৃণমূল কংগ্রেসের।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ করেন মহম্মদ সেলিম। তিনি বলেছেন, “এত মামলা, এত শুনানি ফসকে পালিয়ে গেল মাফিয়া ডন? কেন্দ্রীয় সরকারের ইডি, সিবিআই, স্বরাষ্ট্র দফতর, অভিবাসন দফতর সবার যোগসাজসেই বিদেশে পালিয়েছেন তিনি।”

এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সিপিআইএমের রাজ্য সম্পাদক সামাজিক মাধ্যমে বিদেশী পতিতাদের অ্যাকাউন্ট ভাড়া করে দুর্নীতির টাকা পাচার করার কথা বলেছিলেন।

অভিষেকের ছবি পোস্ট করে টুইটারে সেলিম লিখেছেন, “সাংসদ ওরফে মাফিয়া ডন কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতির মতো একাধিক অপরাধে অভিযুক্ত নিউইয়র্ক থেকে সেলফি পোস্ট করছেন। দেশ থেকে পালিয়েছেন।” তিনি আরও বলেন, “অর্থ পাচার করতে ১৫ জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে।”

উল্লেখ্য, চোখের চিকিৎসা করাতে আমেরিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সেলফি পোস্ট করেছেন তিনি। রাশিয়ান বান্ধবী ইস্যুতে নাম না করে তাকে নিশানা করছে বিরোধীরা।