Kolkata Weather Update: ফের স্বাভাবিকের নীচে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা

নিউজ ডেস্ক : ফের নামল কলকাতার (Kolkata) পারদ (temperature)। অগ্রহায়ণের শেষে উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে শীতের আগমন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।…

winter

short-samachar

নিউজ ডেস্ক : ফের নামল কলকাতার (Kolkata) পারদ (temperature)। অগ্রহায়ণের শেষে উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে শীতের আগমন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। অন্যদিকে, রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। আপাতত সকালের দিকে কুয়াশা থাকবে। 

   

বর্ষবরণের জন্য প্রস্তুত রাজ্যবাসীর কাছে সুখবর, ডিসেম্বরের এই সপ্তাহে দাপটেই ব্যাট করবে শীত। তবে ২৩ ডিসেম্বর থেকে কিছুটা বদল হতে পারে আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন জাঁকিয়ে শীত (winter) থাকছেই।  আগামী তিন চারদিন এরকমই শীতের আমেজ থাকবে।

অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবার অন্যদিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় একই পরিস্থিতি থাকবে। মেঘমুক্ত আকাশ থাকায় বাংলায় উত্তরে হাওয়া প্রবেশ করছে। এর জেরে আরো নামতে চলেছে তাপমাত্রা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ % থাকবে। বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকভাবে আরও কমবে। তবে পারদের পতন আগামী সপ্তাহে ধাক্কা খেতে পারে। ফের পুরনো তাপমাত্রা ফিরে আসতে পারে।কৃষ্ণনগর, আসানসোল, বাঁকুড়া, ব্যারাকপুর, কাঁথি, পানাগড়, পুরুলিয়া, শ্রীনিকেতনে উত্তরে হাওয়ার দাপটে পারদ নিম্নমুখী।