Kolkata: কলেজের হস্টেলে ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য ! তদন্তে পুলিশ

আনন্দপুর হোস্টেলে ছাত্রীর দেহ উদ্ধার। বেসরকারি কলেজের হোস্টেলে বিএ অনার্সের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। আজ সকাল সাড়ে আটা নাগাদ দেহটি উদ্ধার করা হয়। ঘরে রুমমেট ছিল…

Dead body recovered from Burdwan University

short-samachar

আনন্দপুর হোস্টেলে ছাত্রীর দেহ উদ্ধার। বেসরকারি কলেজের হোস্টেলে বিএ অনার্সের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। আজ সকাল সাড়ে আটা নাগাদ দেহটি উদ্ধার করা হয়। ঘরে রুমমেট ছিল না বলেই জানা গেছে। দেহটি উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ। কোন সুইসাইড নোট মেলেনি বলেই জানা গেছে। একটু বেশ খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীআবাস। মোবাইল ফোনের শিজ করেছে। ফোনের সূত্র ধরেই তদন্ত চালাবে বলে মনে করা হচ্ছে।

   

হোস্টেলে একাই ছিল বলে জানা যাচ্ছে, দীপাবলীর ছুটিতে বাকি সহপাঠীরা বাড়িতে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে এ ছাত্রীর বাড়ি ঝাড়খন্ডে। ফোনের লাস্ট মেসেজ কল এগুলি খতিয়ে দেখা হচ্ছে। ফোনের মাধ্যমে বাড়ির নম্বর পেয়ে বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে। গোটা বিষয়টি তদন্তের মধ্যে থাকায় হোস্টেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

আত্মহত্যা নাকি খুন করা হয়েছে ওই ছাত্রীকে তা খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে ছাত্রীর মৃত্যুর পিছনে র‍্যাগিংয়ের ঘটনা জড়িত রয়েছে কিনা সেবিষয়েও তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। ইতিমধ্যে ছাত্রীর মোবাইলের কল রেকর্ড খতিযে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর ওই একই কলেজের এক ছাত্রকে র‍্যাগিংয়ের ঘটনা সামনে এসেছিল। অভিযোগ উঠেছিল, কলেজ থেকে বাড়ি ফেরার পথে সিনিয়রদের সঙ্গে বচসা হয় ওই পড়ুয়ার। সিনিয়রদের একটি বাইক তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর গাড়ি থেকে নামিয়ে জামা ধরে টেনে শেষে রাস্তায় ফেলে মারধর করা হয় পড়ুয়াকে।