Kalyan Banerjee: তরজার মাঝে হাইকোর্টে আবেগপ্রবণ সাংসদ

অভিষেক-কল্যাণ তরজা যখন তুঙ্গে তখনই ঘটনায় এল নতুন মোড়। হাইকোর্টে (Kolkata High court) প্রবল আবেগপ্রবণ হয়ে গেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। মামলা চলাকালীন…

short-samachar

অভিষেক-কল্যাণ তরজা যখন তুঙ্গে তখনই ঘটনায় এল নতুন মোড়। হাইকোর্টে (Kolkata High court) প্রবল আবেগপ্রবণ হয়ে গেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। মামলা চলাকালীন আবেগপ্রবণ হয়ে পরেন তিনি।

   

জানা গিয়েছে, রেশন ডিলারের একটি মামলায় এদিন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মামলার শেষে কল্যাণবাবুকে জিজ্ঞেস করেন, ‘ আপনি কি শারিরীক ও মানসিক ভাবে সুস্থ আছেন?’ এই প্রশ্নের উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আপাতত তিনি শারিরীক ভাবে সুস্থ আর মানসিকভাবে এলার্ট আছেন। এরপর পুরনো স্মৃতিতে ফিরে গিয়ে কল্যাণ বলেন, জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে পরেছেন। ভিখারী পাসোয়ান মামলায় তার ছেলেকে কিডন্যাপ করার হুমকির মুখে পরতে হয়েছিল। কিন্তু তিনি দমেননি। তার পরেও বিভিন্ন সময়ে সমস্যার মুখে পড়েছেন কিন্তু অবিচল ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে হাইকোর্টের তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ বিক্ষোভ দেখান।

সেই প্রসঙ্গ সরাসরি না টেনে কল্যাণবাবু জানান, তার জুনিয়ররা প্রায় সকলে আজ বিচারপতি। প্রাক্তন এজি কিশোর দত্তের নাম না করে বলেন তার জুনিয়র একজন এডভোকেট জেনারেল হয়েছিলেন। তাই সবার ভালোবাসায় তিনি ভবিষ্যতেও এগিয়ে যাবেন। সরাসরি না বললেও অভিষেকের তরজায় ঠারেঠোরে আবার কল্যান বুঝিয়ে দিলেন তিনি দমবেন না।