বাংলায় বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি

আসছে এবার ঝড় বৃষ্টি। আগামী ১৯ তারিখ থেকে ২২ তারিখের মধ্যে কলকাতা (Kolkata) তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই…

Heavy Rain and Thunderstorm Alert in Kolkata and Surrounding Areas

short-samachar

আসছে এবার ঝড় বৃষ্টি। আগামী ১৯ তারিখ থেকে ২২ তারিখের মধ্যে কলকাতা (Kolkata) তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সময় ঝড়ের দাপট কম থাকবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

   

বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং আকাশ আংশিক মেঘলা থাকবে ভোরের দিকে। আগামী কাল শুধুমাত্র দার্জিলিং এবং সুন্দরবনের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথাও সম্ভাবনা নেই। এমতাবস্থায় কিন্তু কলকাতার পারদ ৩১ ডিগ্রি ছুঁয়েছে বলা যায় অর্থাৎ বেশ ভালো রকম গর্বের অনুভূতি এই মুহূর্তে কলকাতাবাসিরা পাচ্ছেন। তবে সুখের খবর হচ্ছে আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গেছে শুশুনিয়া পাহাড়ের যা ছিল ১১.৯ ডিগ্রি এবং উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১ ডিগ্রি সেলসিয়াস যা ছিল দার্জিলিং এ।

এর আগে পূর্বাভাস মত এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার ৬ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। লাফিয়ে ১৭ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস গিয়ে পৌঁছে যায় তাপমাত্রা।

এর কারণ বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত। ঘন্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে দক্ষিণা বাতাসের ঢোকার ফলে জলীয় বাষ্প বৃদ্ধি পায় বাতাসে যার ফলে সকালের দিকে উপকূলীয় অংশে হালকা মেঘের দেখা যায় যা সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দেয়।

সপ্তাহে শেষে উত্তরে হওয়ার প্রাবল্য বাড়ায় আবার কিছুটা মনোরম আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। যার ফলে বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা আবার ১৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যেতে পারে। এছাড়া উত্তরের পার্বত্য অঞ্চলে এবং উপকূলীয় অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পতন হতে পারে ।